বাংলা হান্ট ডেস্কঃ হু হু করে বাড়ছে আলুর দাম। হাত দিলেই ছ্যাঁকা লাগছে পকেটে! এদিকে এই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের। এই আবহে এবার রপ্তানি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় আলু-পেঁয়াজ প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
আলু-পেঁয়াজ রপ্তানি নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?
আলু রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী আগেই উষ্মা প্রকাশ করেছিলেন। স্পষ্ট বলেছিলেন, রাজ্যকে না জানিয়ে আলু রপ্তানি করা যাবে না। এদিন ফের একবার এই নিয়ে মুখ খোলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলেন, ‘আগে বাংলা পাবে, তারপর বাকিরা’।
মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়েই ভিন রাজ্যে আলু (Potato) রপ্তানি করা হচ্ছিল। যার প্রভাব পড়ছিল রাজ্যের বাজারে। চড়চড় করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপরে পড়ছিলেন মধ্যবিত্তরা। এদিকে রপ্তানির অভিযোগ কানে আসতেই কোমর বেঁধে আসরে নামেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।
তাঁকে অন্ধকারে রেখে কেন ভিন রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছে? জানতে চান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই এই বিষয়ে রাশ টানার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে। মমতার থেকে নির্দেশ আসতেই সঙ্গে সঙ্গে বৈঠকে বসেন তারা। এবার বিধানসভায় উঠল আলু-পেঁয়াজ (Onion) প্রসঙ্গ।
মমতা এদিন বলেন, ‘আলুর দাম বৃদ্ধি পেলে আমরা কিনে সুফল বাংলায় সাপ্লাই করি। তবে কিছু লোক নিজেদের ব্যবসার জন্য বাইরে রপ্তানি করছে’। আলুর পাশাপাশি এদিন পেঁয়াজ রপ্তানি নিয়েও কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, রাজ্যের চাহিদার ৭৫% এখানে উৎপাদিত হয়। তবে সেখান থেকে লোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। যে কারণে দাম বাড়ছে। সমস্যায় পড়ছে মধ্যবিত্তেরা। বাজার কিনতে গিয়ে ফাঁপরে পড়ছেন সাধারণ মানুষ। এদিন মমতার স্পষ্ট জানান, প্রথমে বাংলা পাবে, এরপর বাকিরা। রাজ্যের মানুষের সমস্যা করে ভিন রাজ্যে রপ্তানি যে চলবে না, এদিন তা কার্যত পরিষ্কার করে দেন তিনি।