বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরে এসেও ছোবল বসাতে পারেনি শীত। কবে নামবে তাপমাত্রা? কবে চেনা ছন্দে ফিরবে আবহাওয়া? এই প্রশ্নই এখন সকলের মনে। এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নামবে তাপমাত্রাও। কবে কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর (Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে। রবিবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আর ১৫ই ডিসেম্বর এর পর থেকে শুরু শীতের প্রথম ইনিংস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সপ্তাহান্তে অনেকটাই পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। এরপর ৯ ডিসেম্বর থেকে হাড়হিম করা শীতের আগমন হতে পারে।
এই সময় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র জাঁকিয়ে পড়বে শীত। ১৫ ডিসেম্বরের দিকে দার্জিলিং ৪, কালিম্পং ৬, এমনকি পাল্লা দিয়ে পুরুলিয়া ৬, কলকাতা ১০ ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে।
আরও পড়ুন: ’২৩ ডিসেম্বরের মধ্যেই…’! হাইকোর্টে জমা পড়বে কেস ডায়েরি! পুলিশকে বড় নির্দেশ বিচারপতির
শীতের মাঝেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। তার আগে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই দু’দিনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা নামতে পারে এক ধাক্কায়।