বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিনেমা “পুষ্পা ২” (Pushpa 2: The Rule) গত ৫ ডিসেম্বর মুক্তি পায়। ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে এই ছবিটি। পাশাপাশি, দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন আল্লু অর্জুনের অভিনয়ের। এদিকে, ক্রিকেট বিশ্বেও এই ছবি নিয়ে একটি কারণে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
“পুষ্পা ২” (Pushpa 2: The Rule) সিনেমায় কি অভিনয় করেছেন ক্রুনাল পাণ্ডিয়া:
মূলত, ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পাণ্ডিয়া নামও এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির জেরে ক্রুনালের নাম এই সিনেমার (Pushpa 2: The Rule) সাথে জুড়ে গিয়েছে। আসলে সিনেমার একজন চরিত্রাভিনেতাকে হুবহু ক্রুনালের মতো দেখতে লাগছে। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, ক্রুনাল পাণ্ডিয়া নাকি এই সিনেমাতে অভিনয় করেছেন। পাশাপাশি, নেটিজেনরাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
Krunal Pandya was too good in Pushpa 2. pic.twitter.com/JeUsbjynpo
— R A T N I S H (@LoyalSachinFan) December 9, 2024
যদিও, ওই ভাইরাল ছবিটি যে নিছক মজার ছলেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ, ক্রুনাল আদৌ ওই সিনেমায় (Pushpa 2: The Rule) অভিনয় করেননি। ক্রিকেট অনুরাগীরা মজা করার উদ্দেশ্যেই ছবিটি বিভিন্ন মাধ্যমে শেয়ার করছেন। আসলে, সেটি একটি মিম হিসেবেই বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: কিংবদন্তিদের একি হাল! বিশ্বের সেরা একাদশে স্থান পেলেন না মেসি-রোনাল্ডো, মাথায় হাত অনুরাগীদের
তবে, ক্রুনাল এবং “পুষ্পা ২” (Pushpa 2: The Rule)-এর ওই অভিনেতার ছবি দেখে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। কারণ উভয়ের চেহারা একে অপরের সাথে অনেকটা মিলে যায়। যদিও, ক্রুনাল এখনও এই মিমের বিষয়ে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে, নেটিজেনরা একের পর এক মজাদার প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আরও পড়ুন: ধনকুবেরের হাতটান! আচমকাই ২৫৫০০০০০০০০০ টাকা প্রয়োজন আম্বানির, কারণ জানলে চমকে উঠবেন
RCB-র অধিনায়ক হতে পারেন ক্রুনাল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, IPL ২০২৫-এর মেগা নিলামে ক্রুনাল পাণ্ডিয়াকে কিনতে RCB ৫.৭৫ কোটি টাকা খরচ করেছে। ক্রুনাল একজন দুর্দান্ত স্পিন অলরাউন্ডার এবং ঘরোয়া ক্রিকেটেও অধিনায়কত্বের তাঁর ভালো অভিজ্ঞতা রয়েছে। এর আগে, তিনি কেএল রাহুলের অনুপস্থিতিতে লখনউ সুপার জায়ান্টসে দলের অধিনায়কের দায়িত্বও নিয়েছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিনি অধিনায়কত্ব করেন। এমন পরিস্থিতিতে, RCB দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বী হতে পারেন ক্রুনাল।