নবান্নের পাশে রাজনৈতিক অবস্থান কর্মসূচিতে ফুলস্টপ! যা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এবার নবান্ন (Nabanna) সংলগ্ন স্পর্শকাতর এলাকা নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রীর এই নীল বাড়ি সংলগ্ন এলাকায় হামেশাই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ কিংবা ধর্ণা দিয়ে থাকেন আন্দোলনকারীরা। সাম্প্রতিক অতীতে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে এমন অনেক প্রতিবাদ আন্দোলনের সাক্ষী থেকেছেন শহরবাসী।

বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)

আগামী ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডিএ আদায় সহ আরও নানান দাবী নিয়ে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে কর্মসূচি করার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশের তরফে অনুমতি মেলেনি। তাই এই অবস্থান কর্মসূচি করার অনুমতি পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

ওই মামলাতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে এল এক  বিরাট বড় নির্দেশ। এদিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকাকে ‘স্পর্শকাতর’ বলে উল্লেখ করেন। সেই সাথে জানিয়ে দিয়েছেন নবান্ন সংলগ্ন ওই বাস স্ট্যান্ড চত্বরে এবার থেকে আর কোনো ধর্ণা বা অবস্থান কর্মসূচি করা যাবে না।

আরও পড়ুন: ঘুরে যাবে খেলা? সন্দেশখালির রেখা পাত্রর ইলেকশন পিটিশনের রিপোর্ট নিয়ে শোরগোল, ক্ষুব্ধ হাইকোর্ট

তবে নবান্ন বাসস্ট্যান্ডের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ড এলাকায় কর্মসূচি করার প্রস্তাব দিয়েছেন জাস্টিস ঘোষ। যদিও সূত্রের খবর, মামলাকারীর আইনজীবী আদালতের ওই প্রস্তাব মানতে চাননি। আর এক্ষেত্রে তার যুক্তি ছিল অতীতে ওই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিকবার অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।

Calcutta High Court

তারপরেও এদিন বিচারপতি স্পষ্ট জানান ওই এলাকাকে তিনি ‘স্পর্শকাতর’ হিসাবেই দেখছেন। তাই এখন থেকে ওই এলাকায় আর কোনো সংগঠনকেই  অবস্থান বিক্ষোভ কিংবা ধর্ণা কর্মসূচি করার অনুমতি দেওয়া যাবে না। এক কথায় এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এবার থেকে আন্দোলনকারীদের নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকা বাদ রেখে অন্য কোনো জায়গায় বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচির জন্য আবেদন জানাতে হবে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X