বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র একটা দিনের অপেক্ষা। এরপরেই বর্ষবরণের আনন্দে মেতে উঠবে বাংলা সহ সমগ্র দেশ। ইতিমধ্যেই সেই তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে রয়েছেন সকলে। সরকারি কর্মীরাও (Government Employees) ব্যতিক্রম নন। কারণ নতুন বছরেই তাঁরা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেতে পারেন বলে জল্পনা কল্পনা চলছে। সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বছরের শুরুটাই লক্ষ্মীলাভ দিয়ে হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
এবার কত শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়তে পারে?
গত অক্টোবর মাসে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি করেছে কেন্দ্র। বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হতে পারে। মূল্যবৃদ্ধির হাত থেকে সরকারি কর্মীদের রেহাই দেওয়ার জন্য ফের একদফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র।
রিপোর্ট বলছে, বছর শেষ হতেই এআইসিপিআই সূচকের তথ্য হাতে এসে যাবে। এরপর তার ওপর ভিত্তি করে সরকার কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়াতে পারে সরকার। উল্লেখ্য, সাধারণত জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি তথ্যের গড় মূল্যবৃদ্ধি দেখে ডিএ সংশোধনের হার নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর! হঠাৎ গুরুত্বপূর্ণ মেমো জারি করল অর্থ দফতর
বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। মনে করা হচ্ছে, মূল্যবৃদ্ধির সূচকের দিকে নজর রেখে ফের একবার ৩% হারে মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র (Central Government)। সেক্ষেত্রে ৫৬% হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
কারণ রিপোর্ট বলছে, অক্টোবর মাস অবধি এআইসিপিআই (AICPI) সূচক ১৪৪.৫ অঙ্ক অবধি পৌঁছেছে। তবে মনে করা হচ্ছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই সূচক ১৪৫.৩ পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারে। সেই হিসেবেই ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমান করা হচ্ছে। এখন প্রশ্ন হল, এর ফলে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন কতখানি বাড়বে?
রিপোর্ট বলছে, ৩% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হলে, ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মোট বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে ২,৫০,০০০ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মী বাড়তি ৭৫০০ টাকা পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রে অঙ্কটা ২৭০ টাকা থেকে ৩৭৫০ টাকা হতে পারে বলে খবর।