প্রোডাকশন হাউজ বদলের জের, হুট করেই নাম পালটে যাচ্ছে জি বাংলার এই সিরিয়ালের!

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন চ্যানেলগুলির মধ্যে জি বাংলা অন্যতম জনপ্রিয় চ্যানেল দর্শকদের কাছে। খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে এই চ্যানেলে। দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল প্রথম বার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দায়। ‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকটির প্রোমোও এসেছে সামনে। কিন্তু সিরিয়াল (Serial) শুরু হওয়ার আগেই ঘটে গেল বড়সড় পরিবর্তন।

বড়সড় বদল ঘটার সম্ভাবনা জি বাংলার সিরিয়ালে (Serial)

তোমাকে ভালোবেসে সিরিয়ালটির (Serial) প্রোমো প্রকাশ্যে আসলেও আনুষঙ্গিক কোনো তথ্যই এখনো সামনে আসেনি। অর্থাৎ ধারাবাহিকে দিতিপ্রিয়ার সহ অভিনেতা অভিনেত্রী কারা হতে চলেছেন, গল্পই বা কেমন হবে, সবই রাখা হয়েছে পর্দার আড়ালে। এমনকি দিতিপ্রিয়ার নায়ক হিসেবে জিতুর নাম শোনা গেলেও তাঁকে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রোমোতে।

This serial of zee bangla may change its name

বদলেছে প্রোডাকশন হাউজ: এর মাঝেই শোনা গেল, বড়সড় কোনো পরিবর্তন হতে চলেছে আসন্ন তোমাকে ভালোবেসে ধারাবাহিকে। গুঞ্জন বলছে, এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা নাকি পরিবর্তন হয়েছে। তার জেরেই কিছু বদল হতে পারে সিরিয়ালে (Serial)। জল্পনা বলছে, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, চরিত্রের নাম, এমনকি সিরিয়ালের (Serial) নামও পরিবর্তিত হতে পারে। তবে এই বিষয়ে এখনো কোনোই ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।

আরো পড়ুন : ‘গৌরী’র নায়ক এবার রোম্যান্স করবেন দেবের প্রেমিকার সঙ্গে! বড়পর্দায় ডেবিউ করছেন বিশ্বরূপ

প্রকাশ্যে এসেছে প্রোমো: প্রোমোতে দেখা যায়, গ্রামের রাস্তায় সাইকেল ছুটিয়ে একটা হেলিকপ্টারের সঙ্গে রেস লড়ছেন দিতিপ্রিয়া। তখনই এক বন্ধু তাঁকে উদ্দেশ্য করে বলেন, মাটিতে থেকে কি কখনো হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? দিতিপ্রিয়া উত্তর দেন, পা মাটিতেই থাকা উচিত। তাহলে যখন খুশি ছোটা যায়, আবার দরকারে থামাও যায়। কিন্তু একজন বহুরূপী যখন প্রশ্ন করেন, ওই হেলিকপ্টারে চেপেই যদি তাঁর মনের মানুষ আসেন, তাহলে তাকে কী করে নামাবেন তিনি, তার উত্তর জোগায় না দিতিপ্রিয়ার মুখে।

আরো পড়ুন : মার্চেই আসবে সন্তান, অন্তঃসত্ত্বা ‘নিম ফুল’ অভিনেত্রীর সাধে হাজির ‘পর্ণা’ পল্লবী

প্রথমে জানা গিয়েছিল, এই সিরিয়ালের নায়ক হতে চলেছেন অভিনেতা রাহুল মজুমদার। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান তিনি। তারপরেই শোনা যায়, জিতু কামাল টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন এই সিরিয়ালের হাত ধরে। কিন্তু প্রোমো সামনে না আসায় এই বিষয়টিও এখনো কনফার্ম নয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর