বাংলা হান্ট ডেস্কঃ স্যালাইন কাণ্ড (Saline Incident) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। এবার এই ঘটনার প্রেক্ষিতেই একসঙ্গে ১২ জনকে সাসপেন্ড করল রাজ্য (Government of West Bengal)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গাফিলতি প্রমাণ হতেই ‘অ্যাকশন’! জানালেন মমতা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিআইডি ও স্বাস্থ্য দফতরের জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। এরপরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার, সিনিয়র ও জুনিয়র মিলিয়ে মোট ১২ জন ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। মমতা জানান, সাসপেন্ড হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। একইসঙ্গে নির্দেশ দেন, রাজ্যের সকল হাসপাতালে অপারেশন থিয়েটার তথা ওটি অবধি সিসিটিভি লাগাতে হবে।
মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তান জন্মগ্রহণ করে, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে মা ও সন্তানকে বাঁচানো যেত’। সিনিয়র চিকিৎসকদের কাছে তাঁর ‘আবেদন’, ‘৮ ঘণ্টার যে ডিউটি দেওয়া হয়, অনেকে এই সময়টায় শুধু সই করে চলে আসেন। সরকারি চাকরিও করব আবার একইসময় প্রাইভেটেও চিকিৎসা করব, এটা হতে পারে না’।
আরও পড়ুনঃ ‘সাহস থাকলে আরজি করে আসুন’! আসফাকুল্লার বাড়িতে পুলিশি হানা! কড়া হুঁশিয়ারি অনিকেতদের
মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনও ট্রেইনি চিকিৎসক যখন রোগী দেখতে যাবেন, তখন তাঁর সঙ্গে যেন সিনিয়র ডাক্তার থাকেন, এইচওডি থাকেন। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে তিনি এই বিষয়টি দেখতে বলেছেন বলে জানান মমতা। একইসঙ্গে বলেন, ‘যারা এই গাফিলতি করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও যারা ডিউটি করেননি। একজন তো শোনা গিয়েছে, ওখানে বসে প্রায় ৩০-৪০ কিমি দূরের বালিচকে গিয়ে অস্ত্রোপচার করেছেন। আমি ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল। তবে যেখানে অন্যায় হয় তাহলে আমাকে শত সমালোচনা করলেও আমার কিছু যায় আসে না’।
এরপরেই মমতা (Mamata Banerjee) বলেন, এবার তিনি স্বাস্থ্যসচিবকে সব অপারেশন থিয়েটারের বাইরে সিসিটিভি লাগানোর কথা বলবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ আপত্তি করে তাহলে তাঁকে বলুন বাড়িতে গিয়ে বসে থাকতে বা অন্য জায়গা দেখে নিতে’।