ডিভোর্সি ফুটবলারের সঙ্গে প্রেম, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জলসার নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : খাতায় কলমে প্রেমের মাস শুরু হওয়ার আগেই প্রেম উঁকি দিয়েছে অভিনেত্রী (Serial) গীতশ্রী রায়ের জীবনে। বেশ কয়েক বছর আগেই সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। আর প্রেমের বাঁধনে এমন ভাবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন যে প্রেমিকের ভাবনাতেই হাবুডুবু খাচ্ছেন। আর এবার সম্পর্কটা আরো এক ধাপ এগোনোর পরিকল্পনাও করে ফেলেছেন গীতশ্রী। কবে বিয়ে করছেন পর্দার (Serial) ‘রাশি’?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী (Serial)

এতদিনে সকলেই প্রায় জেনে গিয়েছেন গীতশ্রীর (Serial) প্রেমের কথা। না, তাঁর প্রেমিক অভিনয় জগতের নয়। বরং ফুটবল খেলোয়াড় প্রবীর দাসকেই মন দিয়েছেন তিনি। এর জন্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রবীরের ‘ডিভোর্সি’ পরিচয়। উপরন্তু গার্হস্থ্য হিংসার অভিযোগও আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু এসব কোনো ট্রোল, অভিযোগেই কোনো পাত্তা দেননি গীতশ্রী।

Star jalsa serial actress is going to marry soon

কবে বিয়ে করছেন নায়িকা: এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী (Serial)। পরিষ্কার জানালেন, প্রেমিক প্রবীরের সঙ্গেই বিয়ের কথা ভাবছেন তিনি। গীতশ্রী জানান, আগামী বছরে বিয়ে করার ইচ্ছা রয়েছে তাঁদের। ঈশ্বরেও ভরসা করেন অভিনেত্রী (Serial)। তাঁর কথায়, তাঁর জন্য, তাঁদের জন্য যেটা ভালো সেটাই হবে।

আরো পড়ুন : বাংলা ইন্ডাস্ট্রিতেই “গোপন” সম্পর্ক ‘রাণীমা’র, নতুন প্রেমিকের পরিচয় ফাঁস করলেন দিতিপ্রিয়া!

বাধা মানতে রাজি নন গীতশ্রী: প্রসঙ্গত শুধু প্রবীরের ডিভোর্সি স্টেটাস নয়। দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল, অভিনেত্রীর (Serial) বয়সে বড় হওয়াটাও। তবে সব বাধা দূরে ঠেলে পরস্পরের হাত ধরে রাখার সিদ্ধান্তই নিয়েছেন তাঁরা। আর এবার বিয়ের প্ল্যানিংও শুরু করে দিলেন গীতশ্রী।

আরো পড়ুন : চ্যালেঞ্জিং চরিত্রে দুরন্ত অভিনয়, ‘জগদ্ধাত্রী’ ছেড়ে এবার সিনেমায় ডেবিউ ‘কাঁকন’ দেবাঙ্গনার

প্রসঙ্গত, ২০১৬ তে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলেন প্রবীর। কিন্তু বিয়েটা টেকেনি। উপরন্তু তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন প্রাক্তন স্ত্রী। তবে গীতশ্রী স্পষ্টই বলেন, কোনো অভিযোগই প্রমাণিত হয়নি প্রবীরের বিরুদ্ধে। দিব্যি সুখে রয়েছেন তাঁরা। তাই বাকি জীবনটাও প্রবীরের সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন গীতশ্রী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর