বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে আয়ুর্বেদিক প্রোডাক্টের প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছে মানুষ। যার ফলে হু হু করে বৃদ্ধি পাচ্ছে আয়ুর্বেদিক পণ্যের ব্যবহারও। ঠিক এই আবহেই এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান আম্বানি আয়ুর্বেদ সেক্টরে প্রবেশের জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা তৈরি করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিউটি সেগমেন্ট থেকে এবার আয়ুর্বেদ বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স।
বড় পদক্ষেপ রিলায়েন্সের (Reliance Industries):
সামনে এল পরিকল্পনা: আসলে রিলায়েন্স রিটেল এবার একটি প্রিমিয়াম আয়ুর্বেদ বিউটি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে। যেটি ওই কোম্পানির বিউটি প্ল্যাটফর্ম Tira-র মাধ্যমে সামনে নিয়ে আসা হবে। মূলত, রিলায়েন্স (Reliance Industries) আয়ুর্বেদ ভিত্তিক পণ্যের সম্পূর্ণ চেন লঞ্চ করবে। যার মধ্যে থাকবে স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং স্বাস্থ্য সম্পর্কিত প্রোডাক্ট। এর পাশাপাশি কোম্পানিটি নাইট অ্যান্ড ডে ক্রিম, বডি লোশন, সাবান, হেয়ার শ্যাম্পু, কন্ডিশনারের মতো প্রোডাক্টের মাধ্যমে বাজারের একটি বড় অংশ দখল করার প্রস্তুতি নিচ্ছে।
কবে লঞ্চ হবে: রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স (Reliance Industries) ইতিমধ্যেই তার আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলির টেস্টিং সম্পন্ন করেছে। আয়ুর্বেদ সেক্টরে এটি হবে রিলায়েন্সের প্রথম পদক্ষেপ। অনুমান করা যে চলতি বছরের এপ্রিলের মধ্যে এইকোম্পানি তার নতুন ব্র্যান্ড লঞ্চ করতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট রিলায়েন্সের ইকোসিস্টেমের মধ্যে তৈরি করা হবে। অর্থাৎ, সোজা কথা বলতে গেলে রিলায়েন্স নিজেই এই প্রোডাক্টগুলি তৈরি করবে।
আরও পড়ুন: “আমিই সর্বকালের সেরা ফুটবলার….”, ৪০ তম জন্মদিনে সদর্পে ঘোষণা রোনাল্ডোর
কোথায় পাওয়া যাবে প্রোডাক্টগুলি: জানা গিয়েছে, সংস্থাটি অনলাইন এবং অফলাইন উভয় চ্যানেলের মাধ্যমে এই প্রোডাক্টগুলি বিক্রি করার পরিকল্পনা করেছে। ওই প্রোডাক্টগুলি Tira স্টোর এবং রিলায়েন্সের (Reliance Industries) অন্যান্য স্টোর থেকেও কেনা যাবে। জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানি কিছুদিন ধরে ব্যবসার প্রসারের দিকে বেশ মনোযোগ দিচ্ছেন। তিনি কিছু বিদেশি ব্র্যান্ডও ভারতে নিয়ে এসেছেন। এর মধ্যে চিনা ফ্যাশন ব্র্যান্ড Shein-ও রয়েছে। ২০২০ সালে, ভারত-চিন সীমান্তে বিরোধের কারণে Shein-কে নিষিদ্ধ করা হয়েছিল। এখন ওই কোম্পানি রিলায়েন্স রিটেলের সাথে অংশীদারিত্বে ভারতে ফিরে এসেছে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ATM থেকে টাকা তুলতে গেলেই পকেটে পড়বে টান, বড় পদক্ষেপের পথে RBI
আয়ুর্বেদ বাজার কত বড়: জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানি আয়ুর্বেদের যে বাজারে প্রবেশ করতে চলেছেন সেটি অত্যন্ত বড়। গত বছর প্রকাশিত একটি রিসার্চ রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারতের আয়ুর্বেদ প্রোডাক্টের বাজার ২০২৮ সালের অর্থবর্ষের মধ্যে ১.২ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হয়েছে। যেটি বর্তমানে ৫৭,৪৫০ কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে। এদিকে, আয়ুর্বেদ টেক স্টার্টআপ NirogStreet তাদের রিপোর্টে জানিয়েছে যে, স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক ও ভেষজ প্রতিকারের চাহিদা বৃদ্ধি থেকে শুরু করে আয়ুর্বেদিক চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং সরকারি উদ্যোগের মতো বিভিন্ন কারণে আয়ুর্বেদ প্রোডাক্টের বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।