বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) কলেজের তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডে কার্যত কেঁপে উঠেছিল গোটা বাংলা। গত বছরের ৯ আগস্ট নিজেদের সর্বস্ব হারিয়েছিলেন এক অসহায় বাবা-মা। এই ক্ষত সারবার নয় কোনোদিন! মেয়ের ন্যায় বিচারের প্রক্রিয়া চলছে এখনও। এরই মধ্যে আগামীকাল ৯ ফেব্রুয়ারি রয়েছে তিলোত্তমার জন্মদিন। ৩২ বছরের জন্মদিনে এই প্রথমবার মেয়ে তাঁদের সাথে নেই।
আরজি করের (RG Kar) তিলোত্তমার জন্মদিনে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণপত্র
মেয়ের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনে আগেই রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে আরও বড় কর্মসূচির আয়োজন করছে প্রতিবাদী মঞ্চ। আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও। জানা যাচ্ছে CGO কমপ্লেক্সে নিমন্ত্রণপত্র দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতেও আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ।
গত বছর মেয়েদের রাত দখল থেকে শুরু করে বহু ধর্ণা, এবং অনশন বিক্ষোভ হয়েছে রাজ্যজুড়ে। বহু প্রতিবাদী আন্দোলনের সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ। তবে কি এবার আন্দোলনের ভাষা বদলে গান্ধীগিরিতেই আস্থা রাখছেন আন্দোলকারীরা? জানা যাচ্ছে এবার তিলোত্তমার ন্যায় বিচারের নতুন আন্দোলন শুরু হচ্ছে একেবারে অভিনব কায়দায়।
আরও পড়ুন: ২৭ বছর পর দিল্লি দখলের পথে BJP! জয় উদযাপন শুরু রাজধানীতে
চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিরা, আগামীকাল রবিবার বিকালে তিলোত্তমার জন্মদিন উপলক্ষে আরজি কর (RG Kar) হাসপাতালে স্মরণ সভার আয়োজন করেছেন। ওই স্মরণসভার নাম দেওয়া হয়েছে,’বাংলার মেয়ের জন্মদিন’। জানা যাচ্ছে ওই আমন্ত্রণ পত্রে ছ’মাসেও অধরা বিচারের উল্লেখ রয়েছে। ওই আমন্ত্রণ পত্র নিয়েই বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে গিয়েছেন চিকিৎসক, নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রসঙ্গত বিগত ৬ মাসে বারবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ,বিধাননগর কমিশনারেট, মেডিক্যাল কাউন্সিল। স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন আন্দোলনকারীরা। এবার তিলোত্তমার জন্মদিনে আন্দোলনকারী মঞ্চের সেই সদস্যরাই হাঁটছেন গান্ধীগিরির পথে। শুভ বুদ্ধির উদয়ের বার্তা দিতেই আমন্ত্রণ বলে জানাচ্ছেন তাঁরা।