ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স, ৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি এই ক্ষেত্রের কর্মীদের!

বাংলা হান্ট ডেস্কঃ কর্পোরেট দুনিয়ায় কর্মরতদের জন্য এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নিত্যনতুন-অত্যাধুনিক প্রযুক্তির সাথে যুক্ত এই বছর তাঁদের বেতন (Salary Hike) একলাফে অনেকটাই বেড়ে যেতে পারে। মাইকেল পেজ ২০২৫ স্যালারি গাইডের একটি প্রতিবেদনে এপ্রসঙ্গে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্টে বলা হয়েছে চলতি বছরে ভারতের কর্পোরেট ক্ষেত্রে বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হতে পারে। তবে বেশ কিছু উদীয়মান ক্ষেত্রে দক্ষতা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের ওপর নির্ভর করে, এই বৃদ্ধির হার ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা (Salary Hike)

রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে চাকরির ভালো বাজার রয়েছে। এমনকি  ২০২৪ সালের শুরুর তুলনায় এবছর অনেক বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। ভারতে সাধারণত, বার্ষিক বেতন বৃদ্ধি ৬-১৫ শতাংশের মধ্যে হয়ে থাকে। যদিও,পদোন্নতির সাথে সেই বেতন বৃদ্ধি ২০-৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।

জানা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসির মতো উদীয়মান দক্ষতার বিশেষজ্ঞদের জন্য, এই বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এই বছর ভারতে চাকরির সুযোগ বেড়েছে। বিশেষ করে বিশ্বব্যাপী নতুন বিনিয়োগকারীরা ভারতে তাদের বেসরকারি ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, রিয়েল এস্টেট এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতে কয়েক ডজন ব্যবসা সম্প্রসারণ করেছেন। যা চাকরির বাজারকে আরও মজবুত করে তুলেছে।

আরও পড়ুন: শিলিগুড়ি টু কলকাতা, থাকবে রাতের ট্রেন! বিজেপি বিধায়কের আবেদনে যা বললেন রেলমন্ত্রী

কোন কোন ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? 

পেজগ্রুপের ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল এপ্রসঙ্গে জানিয়েছেন এই বছর গড়ে ৬-১৫ শতাংশের মধ্যে বেতন বৃদ্ধি পাবে। জানা যাচ্ছে, গড় বেতন বৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ। তবে মূলত, শিল্প এবং দক্ষতার উপর এই বেতন বৃদ্ধির পার্থক্য নির্ভর করবে।

7th pay commission 1

রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং,ডেটা প্রাইভেসি, আর্থিক পরিষেবা, ব্যাঙ্কিং, সাইবার সিকিউরিটি, ফিনটেক এবং প্রাইভেট ইকুইটির সঙ্গে যুক্ত পেশাদার,এছাড়া চিফ অপারেটিং অফিসার, ম্যানুফ্যাকচারিং প্রধান, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার-এর কার্যকরী প্রধানদের আগামীদিনে মোটা অংকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর