হেরে ভূত জলসা! ফুলকি নাকি পরিণীতা, নতুন বেঙ্গল টপার কে? রইল মাথাঘোরানো TRP তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হোক বা হিন্দি, যে কোনও ধারাবাহিকের (Bengali Serial) ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির (TRP) ওপর। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলে সিরিয়াল, আর খারাপ হলে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় বৃহস্পতিবারের জন্য অধীর আগ্রহে থাকেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। কারণ এদিনই প্রকাশ্যে আসে বাংলা সিরিয়ালের রেজাল্ট (Target Rating Point)। সপ্তাহব্যাপী টক্করের পর কোন ধারাবাহিক বেঙ্গল টপারের শিরোপা দখল করল, তা জানা যায় এদিন।

টিআরপি তালিকায় বাজিমাত করল কোন সিরিয়াল (Bengali Serial)?

গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta)। প্রায় মাসখানেক ধরে শীর্ষে রয়েছে রায়ান, পারুলরা। চলতি সপ্তাহেও সবাইকে টেক্কা দিয়ে বঙ্গসেরা হয়েছে এই ধারাবাহিক (Serial)। ৭.৯ রেটিং সহযোগে বেঙ্গল টপার হয়েছে ‘পরিণীতা’। অন্যদিকে অল্পের জন্য শীর্ষস্থান দখল করতে পারেনি ‘ফুলকি’। ৭.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে এই সিরিয়াল।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম অতীত! ছাব্বিশের ভোটে ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু? তোলপাড় বাংলা

তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক (Bengali Serial) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই মেগার প্রাপ্ত পয়েন্ট ৭.৪। চার নম্বরে রয়েছে অনিকেত, শ্যামলীরা। ‘কোন গোপনে মন ভেসেছে’ এই সপ্তাহে পেয়েছে ৬.৯। অন্যদিকে পঞ্চম হয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’। অর্থাৎ এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিকের মধ্যে প্রথম চারটিই জি বাংলার। ৬.৮ রেটিং সহযোগে পঞ্চম স্থান দখল করে জলসার (Star Jalsha) মুখরক্ষা করেছে ‘গীতা এলএলবি’।

টিআরপি তালিকার সেরা ১০ বাংলা সিরিয়াল

প্রথম- পরিণীতা (৭.৯)

দ্বিতীয়- ফুলকি (৭.৫)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৪)

চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৬.৯)

পঞ্চম- গীতা এলএলবি (৬.৮)

ষষ্ঠ- কথা (৬.৫)

সপ্তম- রাঙামতী তীরন্দাজ (৬.২)

অষ্টম- মিত্তির বাড়ি (৬.০)

নবম- উড়ান (৫.৭)

দশম- গৃহপ্রবেশ (৫.৫)

Zee Bangla Star Jalsha Bengali serial Parineeta Kotha Jagaddhatri TRP Target Rating Point list

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নজর কাড়ছে জি বাংলার ‘মিত্তির বাড়ি’। এই সপ্তাহেও অষ্টম স্থান দখল করেছে ‘মিঠাই’ খ্যাত আদৃত রায়ের নতুন সিরিয়াল (Bengali Serial)। অন্যদিকে নন-ফিকশন শোয়ের কথা বলা হলে, এই সপ্তাহে জি বাংলার ‘সারেগামাপা’ পেয়েছে ৫.৪ এবং ‘দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা’ এপিসোড পেয়েছে ৪.৪ পয়েন্ট।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর