বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শুরু করেছে ভারত (India)। রুদ্ধশ্বাস ওই ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করেছে বাংলাদেশকে। আর ওই জয়ের পরেই দীর্ঘ ১২ বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই একটি জয় টিম ইন্ডিয়ার জন্য সেমিফাইনালের দরজাও খুলে দিয়েছে। শুধু তাই নয়, আগামী রবিবার এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া যেতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় দিয়ে সফর শুরু করেছে টিম ইন্ডিয়া (India):
জানিয়ে রাখি যে, এই, টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজিত হলেও টিম ইন্ডিয়া (India) তাদের ম্যাচগুলি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে। গত বৃহস্পতিবার ফেব্রুয়ারি, ওই স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছিল। সামগ্রিকভাবে এই ম্যাচটি লো-স্কোরিং ছিল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ কঠিন পরিস্থিতি অতিক্রম করে ২২৮ রান করে। কিন্তু এই ম্যাচে ৪ উইকেট হারিয়ে জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ের তারকা মহম্মদ শামি (৫/৫৩) এবং শুভমান গিল (অপরাজিত ১০১)।
টিম ইন্ডিয়ার কী সেমিফাইনাল খেলা নিশ্চিত: প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি ছিল টিম ইন্ডিয়ার (India) প্রথম ম্যাচ। এমতাবস্থায়, তারা জয়ের মাধ্যমেই এই টুর্নামেন্টের সফর শুরু করেছে। শুধু তাই নয়, সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পথও ইতিমধ্যেই প্রশস্ত হয়েছে। টিম ইন্ডিয়াকে এখনও গ্রুপ পর্বে ২ টি ম্যাচ খেলতে হবে। এমতাবস্থায়, কীভাবে সেমিফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে টিম ইন্ডিয়ার চিন্তা কিছুটা হলেও কমলো সেই সমীকরণই জেনে নেব আজকের প্রতিবেদনে।
ভারতীয় দলের এই জয় এসেছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করেছে নিউজিল্যান্ড। এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। উভয় দলেরই পয়েন্ট ২ হলেও পার্থক্য রয়েছে নেট রান রেটে। যা সেমিফাইনালের দৌড়ে খুবই গুরুত্বপূর্ণ হবে। নিউজিল্যান্ড ১.২০০ রেট রানের ওপর ভর করে পয়েন্ট টেবিলে এখন প্রথম স্থানে রয়েছে। অপরদিকে, ভারত (India) ০.৪০৮ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, বাংলাদেশ (-০.৪০৮) তৃতীয় স্থানে এবং পাকিস্তান (-১.২০০) চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন: পাত্তা পেলনা আমেরিকার হুমকি! ভারত-রাশিয়ার বন্ধুত্বে তৈরি হল নয়া রেকর্ড
পথ সহজ হয়ে গেলেও এখনও সফর বাকি: এখন প্রশ্ন সেমিফাইনাল নিয়ে। সামগ্রিকভাবে দেখতে গেলে, টিম ইন্ডিয়ার (India) সেমিফাইনালে পৌঁছনোর জন্য শুধুমাত্র ১ টি জয় দরকার। যেখানে তাদের পরবর্তী ম্যাচগুলি পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউজিল্যান্ডের (২ মার্চ) বিরুদ্ধে খেলতে হবে। এই ২ টি ম্যাচই অত্যন্ত কঠিন হবে। তবে, টিম ইন্ডিয়া আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পাকিস্তানকে হারিয়ে পাকাপাকিভাবে সেমিফাইনালে তাদের জায়গা কনফার্ম করে ফেলতে পারে। ভারতীয় দল যদি ওই ম্যাচে পাকিস্তানকে হারাতে সক্ষম হয়, সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে আসবে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালের ওঠার স্বপ্ন ভেঙে যাবে। তবে, পাকিস্তানের বিরুদ্ধে যদি ভারত হেরে যায় সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে জিততেই হবে।
আরও পড়ুন: অ্যাকাউন্ট থাকলেই বিরাট লাভ! RBI-এর একটি ঘোষণাতেই কপাল খুলল PNB-র কোটি কোটি গ্রাহকের
২৩ ফেব্রুয়ারি মিলবে উত্তর: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স এবং ফখর জামানের চোটের কারণে মাঠের বাইরে থাকায় পাকিস্তান দলকে দুর্বল মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের (India) বিরুদ্ধে তাদের লড়াই হতে চলেছে কঠিন। তারপরও পাকিস্তান দল যদি ভারতকে হারিয়ে দেয় সেক্ষেত্রে নজর থাকবে তারপরের দিনের ম্যাচের দিকে। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ওই ম্যাচে বাংলাদেশ জিতলে গ্রুপের ৪ টি দলেরই ২ পয়েন্ট হবে। এমন পরিস্থিতিতে শেষ রাউন্ডের ম্যাচ থেকেই সেমিফাইনালের সিদ্ধান্ত হবে। কিন্তু ভারতের ফর্ম দেখে মনে হয় না টিম ইন্ডিয়াকে সেমি ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে শেষ ম্যাচের ওপর নির্ভর করতে হবে।