বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর কুম্ভমেলায় (Maha Kumbh) উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। বাংলা সহ দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে গিয়েছেন সেখানে। এবার যেমন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কুম্ভের যে জল নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা গিয়েছে, সেটা পান করতেও দেখা যায় তাঁকে।
পুণ্যস্নানের ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)!
১৪৪ বছর পর ফের মহাকুম্ভ হচ্ছে। দাবি করা হচ্ছে, এটি বিরলতম যোগ। এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) মহাকুম্ভ যাত্রা এবং ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের অভিজ্ঞতা তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু লেখেন, ‘আমি মা গঙ্গাকে ধন্যবাদ জানাব। কারণ তাঁর আশীর্বাদেই মহাকুম্ভে আসতে পারলাম। এরপর নিজের জীবদ্দশায় আর কোনোদিন মহাকুম্ভ চোখে দেখতে পারব না। অসাধারণ একটা অভিজ্ঞতা’।
Today, I had the divine opportunity to perform Puja and do the pious ‘snan’ at the sacred Triveni Sangam at Prayagraj and be a part of the celebration of spiritual rejuvenation at the Maha ‘Amrit’ Kumbh Mela.
A moment of pure devotion & unconditional surrender to the ethos of the… pic.twitter.com/hXdVNU7fKi— Suvendu Adhikari (@SuvenduWB) February 21, 2025
সমাজমাধ্যমের পাতায় নিজের পুণ্যস্নানের ভিডিও-ও শেয়ার করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে দেখা যাচ্ছে, কুম্ভের যে জল ঘিরে বিতর্ক দেখা দিয়েছে, সেটা পান করছেন তিনি। সম্প্রতি ন্যাশানাল গ্রিন ট্রাইব্যুনালের রিপোর্টে দাবি করা হয়েছিল, কুম্ভের জল ভীষণ দূষিত। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টা দাবি করেন, এই জল কেবল স্নান নয়, খাওয়ারও যোগ্য। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে সেই জল পান করতেও দেখা যায়।
আরও পড়ুনঃ হাইকোর্ট সহ রাজ্যের সকল আদালতের আইনজীবীদের ধর্মঘটের ডাক! হঠাৎ কী হল? জোর শোরগোল
এদিকে গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’। তাঁর এই মন্তব্যের জোরালো বিরোধিতা করেন বিরোধী দলনেতা। বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘আপনাকে এই মন্তব্যের খেসারত দিতে হবে। ভারতবাসী মহাকুম্ভের অপমান সহ্য করবে না’।
উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, প্রয়াগরাজের সঙ্গমের জলে বিপজ্জনক সব ব্যাকটেরিয়া রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই জল কি আদৌ স্নান করার যোগ্য? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই দাবি হেলায় উড়িয়ে দেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পাশাপাশি কুম্ভের জলপান করতেও দেখা গেল।