বিরাট কড়াকড়ি! আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরী করেননি? আইনি ব্যবস্থা নেবে প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার আবাস (Awas Yojana) যোজনা প্রকল্পে অনিয়ম রুখতে শুরু থেকেই তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত বছরের শেষে দেওয়া হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। তারপর থেকেই আবশ্য কাজে গতি আনার পাশাপাশি সেই কাজের তদারকির জন্য ব্যাপক তৎপর রাজ্য সরকার। এমনকি রাজ্য সরকারের টাকায় বাড়ি তৈরি করা না হলে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্লক প্রশাসন।

আবাসের (Awas Yojana) বাড়ি তৈরী না করলে আইনি ব্যবস্থা

সূত্রের খবর এবার রাজ্যের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও নানা কারণে অনেকেই এই কাজ এখনও পর্যন্ত শুরু করতে পারিনি। তাই ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঘুরে দ্রুত তাদের কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন বিডিওরা।

প্রসঙ্গত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজের অগ্রগতির ওপরেই নির্ভর করছে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার বিষয়টিও। তাই শুধু মুখের কথা নয়, নবান্নের নির্দেশ মিলতেই এবার হাতে কলমে সেই কাজ শুরু করেছে রাজ্য প্রশানন। এই যেমন শুক্রবার পুরুলিয়া ২ ব্লকের আগয়া নড়রা পঞ্চায়েতের বড়াসিনি গ্রামে দুই ব্লকের আগায়া নরা পঞ্চায়েতের বরাসনিক গ্রামে তিনজন উপভোক্তা টাকা পেয়েও বাড়ি (Awas Yojana) তৈরির কাজ শুরু করেননি। তাই কারণ জানতে চেয়ে তাদের হাতে নোটিশ ধরিয়েছেন ওই ব্লকের বিডিও বাপী ধর।

এলাকা ঘুরে যাচাই করার কাজ শুরু হয়েছে বলেই জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, আবাসের (Awas Yojana) উপভোক্তাদের বাড়ি তৈরীর কাজ বর্তমানে যে অবস্থায় রয়েছে নির্দিষ্ট অ্যাপে তার ছবি তুলেও পাঠাতে হচ্ছে। এমন অনেকে রয়েছেন যারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি। এদিন তাদের নোটিশ দিয়ে জানানো হয়েছে আগামী সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

আবাস যোজনায় (Awas Yojana) রাজ্য সরকারের দেওয়া প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরি করছেন না উপভোক্তারা? এপ্রসঙ্গে বিডিও-র দাবি, কেউ কেউ জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে কাজ শুরু করতে পারেননি। তবে জানা যাচ্ছে, আগামী সাত দিনের মধ্যে তাঁরা কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বাঘমুণ্ডির বিডিও বললেন, ‘অধিকাংশ উপভোক্তা কাজ শুরু করে দিয়েছেন। হয়তো কয়েকজন এখনও শুরু করতে পারেননি। তাঁদেরও দ্রুত বাড়ি তৈরি করতে বলা হয়েছে।’ অন্যদিকে বান্দোয়ানের বিডিও রুদ্রাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বালির সমস্যার কারণে অনেকে বাড়ির কাজে হাত দিতে পারেননি। তবে বালি পেলেই তাঁদের কাজ শুরু করতে বলা হয়েছে।’

আরও পড়ুন: ঘুচবে বাংলার বেকারত্ব? শালবনিতে সৌরভের ইস্পাত কারখানায় হবে বিপুল কর্মসংস্থান! সময় জানালেন মহারাজ

কর্মসূত্রে বাইরে থাকার কারণে যে সমস্ত পরিযায়ী শ্রমিক এখনও তাঁদের বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি, ব্লক থেকে ফোন করে তাঁদেরও দ্রুত কাজ শুরু করতে বলা হচ্ছে। জানা যাচ্ছে ২০ জন মতো উপভোক্তা আছেন যাঁরা বাইরে কাজ করার কারণে এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেননি।  তবে বলরামপুরের বিডিও জানিয়ে দিয়েছেন টাকা নিয়ে বাড়ি তৈরি করবেন না এমন মানসিকতা হলে কোনও ভাবেই রেয়াত করা হবে না।

Awas Yojana

তবে যারা বালির জোগান কম থাকার কারণে বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছেন না তাঁদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠৌর জানিয়েছেন,জেলায় বালির সমস্যা দূর করতে রাজ্যে আরও কিছু বৈধ বালি ঘাট চালু হয়ে যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর