বাংলা হান্ট ডেস্কঃ গঙ্গার পাড়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার (Nawab Sirajuddaula) তৈরি হীরাঝিল প্রাসাদের শেষ অংশ টুকু সংরক্ষণ করার আর্জি। এবার এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। নবাব সিরাজের তৈরি স্থাপত্যের মধ্যে অন্যতম ছিল এই হীরাঝিল প্রাসাদ। যার বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছে। যা অবশিষ্ট রয়েছে তা সংরক্ষণ করা হোক, সেই আর্জি জানানো হয়েছে।
মামলাকারীর অভিযোগ, নবাব সিরাজের তৈরি ওই স্থাপত্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনও অনেক পর্যটক মুর্শিদাবাদ ভ্রমণে গিয়ে ওই জায়গায় যান। পর্যটন কেন্দ্র হিসেবে ওই জায়গার নাম রয়েছে। অথচ প্রাসাদের অবশিষ্ট অংশ রক্ষা করতে প্রশাসন কোনও পদক্ষেপ করছে না।
হাইকোর্টে মামলাকারী বলেন, হেরিটেজ কমিশন হাজারদুয়ারির মত স্থাপত্য সংরক্ষণ করেছে। তবে হীরাঝিল প্রাসাদের মত ঐতিহাসিক জায়গাটি বাদ রাখা হয়েছে। এই প্রসাদের বাকি অংশটি রক্ষা করার জন্য যাতে আদালত কেন্দ্র বা রাজ্য সরকারকে নির্দেশ দেয় সেই আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: দাঁড়িয়ে BDO, চেয়ারে বসে TMC নেতা! সরকারি অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিস্ফোরক সৌমিত্র খাঁ
আরও পড়ুন: জামিনের পরেই ঝটকা! ED-র নয়া পদক্ষেপে ঘুম উড়ল জ্যোতিপ্রিয়র! রেশন দুর্নীতিতে নয়া মোড়
মামলাকারী নবাব সিরাজদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের দায়ের করা জনস্বার্থ মামলার আবেদনটি আদালত গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। (Calcutta High Court)