‘জেলে থাকুক ওজন কমে যাবে’! জামিন খারিজ করে নজিরবিহীন মন্তব্য সুপ্রিম কোর্টের! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ জেল নাকি জিমখানা? পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জেলবন্দি দশায় একাধিক হেভিওয়েটদের ওজন কমতে দেখা গিয়েছে। গত বছর যেমন গরু পাচার মামলায় জামিন পেয়ে বেরনোর পর কেষ্টকে চেনা দায় হয়ে পড়েছিল! তাঁর ঝরে যাওয়া চেহারা দেখে অবাক হয়েছিল বহু মানুষ। এসব দেখে অনেকেই হয়তো ভাবেন, স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জেলের চেয়ে ভালো বোধহয় আর কিছু নেই। এই আবহেই বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্যে শোরগোল!

জানা যাচ্ছে, অপরাধ মামলায় জেলবন্দি এক মহিলা সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে ওই মহিলার স্থূলতাকে হাতিয়ার করেন তাঁর আইনজীবী। এর প্রেক্ষিতেই বিচারপতি বেলা ত্রিবেদী বলেন, ‘জেলে থাকুন ওজন কমে যাবে’।

জামিনের আবেদনকারী মহিলার আইনজীবী বলেন, তাঁর মক্কেল স্থূলতাজনিত সমস্যার শিকার। অতিরিক্ত ওজন হওয়ার কারণে নানান সমস্যায় ভুগতে হয় তাঁকে। ফলে জেল হেফাজত থেকে তাঁকে মুক্তি দেওয়া হোক। জামিনের ক্ষেত্রে এই যুক্তি শুনে কার্যত রেগে যান জাস্টিস ত্রিবেদী (Justice Bela Trivedi)।

আরও পড়ুনঃ টালা থানার প্রাক্তন ওসির সিমেই লুকিয়ে বড় ‘রহস্য’? CBI রিপোর্টে যা দাবি করা হয়েছে… ঘুরে যাবে মোড়?

শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি পাল্টা জিজ্ঞেস করেন, জামিন পাওয়ার জন্য আদালতে এমন যুক্তি দেওয়া যায়? এই ধরণের যুক্তিকে হাতিয়ার করে সংবিধানে কি জামিন পাওয়ার কোনও সংস্থান রয়েছে? জবাবে ওই মহিলার আইনজীবী বলেন, ‘স্থূলতার কারণে আমার মক্কেল নানান ধরণের সমস্যায় ভোগেন’। একথা শোনার পরেই বিচারপতি ত্রিবেদী বলেন, ‘ওজন যখন বেড়েছে তাহলে ওনাকে জেলেই রাখা হোক। ওনার ওজন কমে যাবে’।

Supreme Court

উল্লেখ্য, এই প্রথম নয়, জামিনের (Bail) ক্ষেত্রে এর আগেও বিচারপতি ত্রিবেদীর কড়া মনোভাব দেখা গিয়েছে। গত বছর এক মামলার শুনানিতে তিনি বলেছিলেন, ‘আমার মতে জামিন মামলায় একেবারেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ উচিত নয়। হাইকোর্টের ওপরই জামিনের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত। শীর্ষ আদালতে যেভাবে জামিন মামলা আসছে তাতে মনে হয় এটা জামিনের আদালত হয়ে গিয়েছে’।

এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বেলা ত্রিবেদীর ‘জেলে থাকুন ওজন কমে যাবে’ এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘একজন বিচারপতির এই ধরণের মন্তব্য করা একেবারেই উচিত নয়। ওনার মামলার বিষয়ে কথা বলা উচিত। কোনও অভিযুক্তের শরীর নিয়ে এমন মন্তব্য ঠিক নয়। এটা অসংবেদনশীল মন্তব্য’। কারোর কথায় আবার, ‘বিচারপতি একেবারেই ভুল বলেননি। বর্তমানে সত্যিই জেলখানা জিমখানায় রূপান্তরিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বহুবার আমরা এর প্রমাণ পেয়েছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর