বিরাট কড়াকড়ি! উচ্চ-মাধ্যমিক শুরুর কয়েক ঘণ্টা আগে কী জানালেন সংসদ সভাপতি?

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের পর এবার পালা উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) । আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা।শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে পড়ুয়াদের ব্যস্ততা এখন তুঙ্গে। সেই সাথে প্রশ্ন ফাঁস রুখতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদও। টোকাটুকি রুখতে মাধ্যমিকের মতোই চলছে ব্যাপক তোড়জোড়।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শুরুর আগে কী বললেন সংসদ সভাপতি?

পরীক্ষা শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে করে আরও একবার সেই কড়াকড়ির কথা জানিয়ে দিলেন খোদ উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানা যাচ্ছে,৩ মার্চ থেকে পরীক্ষা শুরুর আগে স্কুলগুলির প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে উত্তরবঙ্গ এসেছিলেন সংসদ সভাপতি।

সেখানেই সংবাদমাধ্যমে এই কড়াকড়ির বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। সংসদ সভাপতি জানান, টোকাটুকি আটকাতে এবার উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। জানা যাচ্ছে, টুকলি রুখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে দু’টি করে ডিটেক্টর। এছাড়াও কড়া নজরদারি চালাতে সিসি ক্যামেরাতেও মুড়ে ফেলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলি।

আরও পড়ুন: অবসরের পরেও বিরাট লক্ষ্মীলাভ! ৭ গুণ পেনশন বৃদ্ধির সাথেই যুক্ত হবে DA

জানা যাচ্ছে, ধূপগুড়ির শালবাড়ি হাইস্কুলে গিয়েছিলেন সংসদ সভাপতি। ওই স্কুল ঘুরে সেখানকার পরিকাঠামো তিনি নিজে খতিয়ে দেখে এসেছেন। কথা বলেছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে সহ-শিক্ষকদের সঙ্গেও। স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

Higher Secondary

চিরঞ্জীববাবু জানিয়েছেন, শুক্রবার শিলিগুড়িতে প্রধান শিক্ষকদের মিটিং হয়েছে। তারপরই তিনি শনিবার বেশ কিছু স্কুল ঘুরে দেখেছেন। এরপরই পরীক্ষায় কড়াকড়ি প্রসঙ্গে তিনি বললেন, ‘মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনের মতো যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে সংসদ জিরো টলারেন্স নীতিতে চলে।’ এছাড়াও তিনি জানিয়েছেন মোট, ২০৮৯ ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকছে। ভাল করে চেক করার পরেই ছাত্রদের পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢোকানো হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর