বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী প্রতিবাদে রাজ্যের নানান প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। কয়েকদিন আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি। সেই অশান্তির মধ্যেই সেখানকার একাধিক রেল স্টেশনে হামলা, রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। এবার এই নিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এনআইএ তদন্ত চাইলেন শুভেন্দু (Suvendu Adhikari)!
শুক্রবার দুপুরের পর থেকেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তেতে ওঠে সুতি, ধুলিয়ানও। এই অশান্তির ঘটনায় বাস, অ্যাম্বুলেন্স পুড়েছে। সেই সঙ্গেই সংশ্লিষ্ট জেলার একাধিক রেল (Indian Railway) স্টেশনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। এর জেরে গতকাল দুপুরের পর থেকেই মুর্শিদাবাদের ওপর দিয়ে যাওয়া নানান রেল রুটের স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হয়।
The recent incidents of vandalism at several Railway Stations situated in the Murshidabad district of West Bengal, perpetrated by the so-called ‘protesters’ opposing the passage of the Waqf Act are deliberate acts of destruction, targeting critical Public Infrastructure like… pic.twitter.com/vIOv0Bsrre
— Suvendu Adhikari (@SuvenduWB) April 12, 2025
শুক্রবার রাতেই এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিল রেল। সেখানে বলা হয়, রেলের সঙ্গে সম্পর্কহীন বেশ কিছু ঘটনা ঘটেছে। এর জেরে এদিন পরিষেবা বিঘ্নিত হয়েছে। কোথায় কোথায় রেললাইন অবরোধ হয়েছিল, সেটাও ওই বিবৃতিতে তুলে ধরা হয়। এবার এই সকল ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে সেকথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু লেখেন, ‘সম্প্রতি তথাকথিত প্রতিবাদীরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একাধিক রেল স্টেশনে তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে তাঁরা এসব করেছে। আদতে এই প্রকারের ঘটনা ইচ্ছাকৃত ধ্বংসলীলা, যা রেলের মতো সংবেদনশীল পরিকাঠামোর ক্ষতিসাধন করেছে। এর ফলে কেবলমাত্র জরুরি পরিষেবাই ব্যাহত হয়নি। এর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষাও বিঘ্নিত হয়েছে’।
আরও পড়ুনঃ ২৬০০০ চাকরি বাতিলের মাঝেই বড় খবর! এবার শিক্ষকদের বদলি নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের
এখানেই না থেমে শুভেন্দু জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। মুর্শিদাবাদ জেলায় স্থিত নানান রেল স্টেশনে ভাঙচুরের এই সকল ঘটনা একত্রিত করে, তার তদন্তভার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে হিংসা, অশান্তির খবর আসছে। এই বিশৃঙ্খলা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবারই উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। হাইকোর্ট কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার।