মন ভালো করে দেওয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,জেনে নিন কি!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভার ফলাফলের পরে কিছুটা হলেও বিপাকে তৃণমূল। সে কারণেই ২০২১ এর বিধানসভা ভোটে ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল সরকার। দুর্নীতি রুখতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার একেবারে মন ভালো করে দেওয়া ঘোষণা করলেন তিনি।

সবুজায়নের লক্ষ্যে এবার প্রতিটি বিদ্যালয় গাছ লাগানোর পরিকল্পনা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee 1 kKyD 621x414@LiveMint

ইতিমধ্যেই এই বিষয়ে বনদপ্তরের সঙ্গে কথা বলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে প্রথম পর্যায়ে কলকাতার সমস্ত কুলে এই গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিভিন্ন স্কুলগুলিতে খালি জায়গায় গাছ লাগানোরকথা জানিয়েছেন মমতা।রাজ্যের প্রতিটি স্কুলে বাগান তৈরী করার পরিকল্পনাও রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে কবে এই পরিকল্পনা বাস্তব রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত খবর