বাংলা হান্ট ডেস্ক: প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের আরম্ভেই উত্তর ফিলিপিনসের মধ্য দিয়ে প্রবল বেগে বয়ে গেছে টাইফুন পোদুল। ফিলিপিনস থেকে বেরিয়ে এই টাইফুন এখন চিন ও ভিয়েতনামের দিকে নিজের দিক বদলে ধাওয়া করেছে।
সমুদ্র থেকে জলীয় বাষ্প সংগ্রহ করছে টাইফুন পোদুল। যার ফলে আরও বিধ্বংসী ও শক্তিশালী হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় টি। আবহাওয়াবিদদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী সোমবার এই টাইফুন ভিয়েতনামে নিজের তাণ্ডবলীলা চালাবে। যার প্রভাব আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেও। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদরা মনে করছেন, সোমবার বেলা বাড়ার সাথে সাথেই শুরু হবে ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবার সকাল পর্যন্ত চলতে পারে এই মুষলধারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকু়ড়া ও পুরুলিয়ায়। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে মাঝারি বৃষ্টিপাত।
এছাড়াও কলকাতা শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না, সেখানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।