ধোনিদের বিরুদ্ধে ম্যাচের আগে KKR দলে বড় ধাক্কা! চরম চিন্তায় গৌতম গম্ভীর

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) দুর্দান্তভাবে শুরু করেছে KKR (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, পরপর ৩ টি ম্যাচে জয়লাভ করে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য থেকেছে তারা। এমতাবস্থায়, KKR-এর পরবর্তী ম্যাচ রয়েছে আগামী সোমবার। যেটি হতে চলেছে একটি অ্যাওয়ে ম্যাচ। পাশাপাশি, ওই ম্যাচে KKR মাঠে নামবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে

এদিকে, CSK-র বিরুদ্ধে খেলতে নামার আগে পরপর ৩ টি ম্যাচে জয়লাভ করার মাধ্যমে স্বাভাবিকভাবেই নাইটদের আত্মবিশ্বাস চরমে থাকলেও এই ম্যাচের আগেই বড় ধাক্কার সম্মুখীন হল KKR। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

উল্লেখ্য যে, এর আগের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারিয়ে দিয়েছিল KKR। শুধু তাই নয়, ওই ম্যাচে KKR গড়ে ফেলে এক বিরাট নজির। মূলত, দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে তারা IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেলে। সুনীল নারিন থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলদের বিধ্বংসী ব্যাটে দিশেহারা হয়ে পড়ে দিল্লি।

A big shock to the KKR team before the match against Dhoni.

এদিকে, আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে KKR জয়ের হ্যাটট্রিক করলেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রাজস্থান রয়্যালস। এমতাবস্থায়, চতুর্থ ম্যাচে RCB-কে হারাতেই রাজস্থান চলে গেল প্রথম নম্বরে। বর্তমানে লিগ টেবিল অনুযায়ী ৪ টি ম্যাচে সবকটিতে জয় হাসিল করে সঞ্জু স্যামসনের দল ৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষস্থানে। পাশাপাশি, তাদের নেট রানরেট হল +১.১২০। তবে, KKR রাজস্থানের তুলনায় ১ ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পৌঁছে গেল সর্বোচ্চতে, মাত্র ৭ দিনেই বৃদ্ধি ২.৯৫ বিলিয়ন ডলার

আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে ৩ টি ম্যাচে প্রত্যেকটিতে জয় লাভ করে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের KKR। যাদের নেট রানরেট হল +২.৫১৮। এদিকে, তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। যারা বর্তমানে ৪ টি ম্যাচ ২ টিতে জিতে ৪ পয়েন্ট হাসিল করেছে। পাশাপাশি, তাদের নেট রানরেট হল +০.৫১৭।

আরও পড়ুন: গভীর চিন্তায় এরদোগান! তুরস্ককে চাপে ফেলতে নয়া পরিকল্পনা, ভারতে আসছেন গ্রিসের সেনাপ্রধান

এমতাবস্থায়, KKR-কে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রাখতে হলে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। শুধু তাই নয়, অন্যান্য দলের তুলনায় রানরেট ভালো থাকার কারণে শুধুমাত্র জিতলেই শীর্ষস্থান দখল করবে নাইটরা। এদিকে, জমে উঠেছে লিগ টেবিলের লড়াইও। CSK-র পর ৪ পয়েন্ট হাসিল করেছে আরও ৪ টি দল। তারা হল লখনউ, হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে, ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে চলতি মরশুমের IPL।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর