ডাক্তার সাক্ষাৎ দেবতার সমান হয়। আর সেটা প্রমান করলেন ২০১৯ সালে মিস ইংল্যান্ডের মুকুট জয়ী ভাষা মুখোপাধ্যায়। করোনা ভাইরাস মহামারীতে ডাক্তার হয়ে রোগীদের সেবা করার জন্য তার এই নতুন ফ্যাশন জগতের ক্যারিয়ার ছেড়ে আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন। ভাষা মুখোপাধ্যায় ২০১২ সালের ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে জুনিয়র ডাক্তার হিসাবে কেরিয়ারের বিরতি নিয়েছিলেন।
কারণ তিনি ফ্যাশন জগতের হয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু মিস ইংল্যান্ড এর মুকুট জয়ের পরে মুখার্জি প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন।তিনি এবার এখানকার সবার চিকিৎসা করতে চান।তিনি বলেন আফ্রিকা, তুরস্ক, তারপরে ভারত, পাকিস্তান এবং বিভিন্ন এশীয় দেশগুলিতে বিভিন্ন দাতব্য কাজের জন্য রাষ্ট্রদূত হওয়ার জন্য তাকে আমন্ত্রিত করা হয়েছিল।
এদিন তিনি এক সাক্ষাৎকরে জানান , “মার্চের শুরুতে আমি কভেন্ট্রি মার্কিয়া লায়ন্স ক্লাবের পক্ষে চার সপ্তাহের জন্য ভারতে ছিলাম, এটি একটি উন্নয়ন ও সম্প্রদায় দাতব্য, যার জন্য ওনারা আমাকে ওখানকার আম্বাসেডর করতে চেয়েছিলেন। তারা স্টেশনারি অনুদান সহ কতো গুলি স্কুল পরিদর্শন করেছিলাম “।
এই মুহূর্ত ইংল্যান্ড এর অবস্থা খুব খারাপ। অনেক মানুষ কোরোনায় আক্রান্ত। পূর্ব ইংল্যান্ডের বোস্টনের পিলগ্রিম হাসপাতাল তার পুরানো হাসপাতালে প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে করোনা ভাইরাস এর খবর পেয়েছিলেন, আর তাদের সাহায্য করার জন্যই তিনি আবার এই হাসপাতালে ফিরে আসেন বলে জানান।