পাকিস্তানের ক্রীড়াপ্রেমী হয়েও জার্সিতে বিরাট কোহলির নাম ছেপেছেন এই ভক্ত! মুহূর্তেই ভাইরাল দৃশ্যটি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্বে বিরাট কোহলির অগুনতি ভক্ত রয়েছেন। তার ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি তার স্টাইল স্টেটমেন্টের গুণমুগ্ধ অনেকে। ব্যাটিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি তিনি যেভাবে নিজের শরীরের যত্ন নেন এবং নিজেকে সবসময় ফিট রাখেন সেই ব্যাপারটিও যথেষ্ট প্রভাবিত করে বর্তমান প্রজন্মকে। এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ক্রীড়াবিদ সম্ভবত বিরাট কোহলিই।

এহেন বিরাট কোহলির ভক্ত পাকিস্তানেও রয়েছে। অনেক পাকিস্তান ভক্ত সোশ্যাল মিডিয়ায় এমন দাবী করে থাকেন যে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাদের প্রত্যাশা থাকে যেন তাদের দেশ যেতে কিন্তু বিরাট কোহলি রান করেন। কিন্তু ভারত-পাক ম্যাচ এর কয়েক ঘণ্টা আগে মেলবোর্নে ধরা পড়ল এক অভিনব দৃশ্য। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এর বাইরে পাওয়া গেল এক পাকিস্তানী ভক্তকে যিনি নিজের পরিহিত পাকিস্তানি জার্সির পেছনে কোন পাকিস্তানের ক্রিকেটারের নাম না লিখে লিখেছেন বিরাট কোহলির নাম। খুব স্বাভাবিকভাবেই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই সেটি ভাইরাল হতে শুরু করে। একজন ক্রীড়াবিদের এর থেকে বেশী আর কি চাওয়ার থাকে যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটভক্তও, নিজের দেশের ক্রীড়াবিদদের থেকে তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পরে স্টেডিয়ামের ভেতর এরকম আরও একজন পাকিস্তান ক্রিকেটপ্রেমীকে পাওয়া যায়। বিশ্বকাপের অতিগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দৃশ্য বলে দিচ্ছে এই মুহূর্তে বিরাট কোহলির বিশ্বে জনপ্রিয়তা কতটা।

এদিকে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত রোহিত শর্মারা। অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের দিনই জানিয়ে দিয়েছেন তাদের সমস্ত পরিকল্পনা তৈরি এবং তারা এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা করছেন। রোহিত শর্মার এই বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার যে ভারতীয় দল ম্যাচের আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছেন যে কোন ১১ জনকে নিয়ে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। দলের প্রত্যেকের ভূমিকা কি হবে সেটাও রোহিত খুব স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটারদের সামনে।

dravid rohit kohli

এই নিয়ে এবার মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তার এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্কটা কেমন সেই নিয়ে গতকাল বক্তব্য রেখেছেন বিরাট। তিনি জানিয়েছেন অধিনায়ক হিসেবে রোহিত এবং তার চিন্তা ভাবনার মধ্যে খুব বেশি তফাৎ নেই। বিরাট কোহলি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে রোহিত শর্মা এবং তার লক্ষ্য হলো দুর্দান্ত ক্রিকেট খেলে ভারতের বিশ্বকাপ খরা কাটানো।

কোহলি নিজের বক্তব্যে বলেছেন, “আমরা যখনই কথা বলছি অনুশীলনের সময় আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত একটাই থাকছে। সেটা হলো কিভাবে বড় টুর্নামেন্টগুলি জেতা যায় এবং তার জন্য কি পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন। দলের সকলের সঙ্গে এই নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে। খেলার প্রতি আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি বদলা চেনা। সব সময় আমাদের ভুলত্রুটিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছি।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর