অক্সিজেন এক্সপ্রেস চালাচ্ছেন মহিলা চালক, ট্যুইটে ভিডিও শেয়ার করলেন রেল মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মোকাবিলায় এবার অক্সিজেন এক্সপ্রেসের (OXYGEN EXPRESS) ড্রাইভিং সিটে দেখা গেল মহিলা রেলকর্মীদের (women train piloted)। ১২০ টন (120 Tonne) তরল অক্সিজেনবাহী অক্সিজেন এক্সপ্রেস নিয়ে টাটানগর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন মহিলা রেলকর্মীরা। খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ট্যুইট করে শেয়ার করলেন সেই ভিডিও।

করোনা আবহে অক্সিজেনের অভাব বড় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা অহরহ ঘটতে দেখা যাচ্ছিল। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ায় বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশসমূহও। বিভিন্ন চিকিৎসা সামগ্রীর পাশাপাশি অক্সিজেন দিয়ে সাহায্য করে বহির্বিশ্বের বিভিন্ন দেশ।

1619353326 oxygen express anandabazar

পাশাপাশি দেশ মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে অক্সিজেন এক্সপ্রেস চালু করে রেল কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় পর্যায়ে অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে অক্সিজেন পরিষেবা দিয়ে এসেছে। এবারে কর্নাটক সরকারের অনুরোধে সাড়া দিয়ে অক্সিজেন এক্সপ্রেস পাঠাল রেল কর্তৃপক্ষ। তবে কোন পুরুষ চালক নয়, এই অক্সিজেন এক্সপ্রেস নিয়ে রওনা দিলেন মহিলা রেলকর্মীরা।

এই ঘটনার কথা নিজেই ট্যুইটে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লেখেন, ‘জামশেদপুর থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছে সপ্তম অক্সিজেন এক্সপ্রেস। এই অক্সিজেন এক্সপ্রেস নিয়ে গিয়েছেন মহিলা রেল পাইলট। আশাবাদী আগামী দিনে আরও অনেক মহিলা রেলকর্মী পরিচালিত অক্সিজেন এক্সপ্রেস চলবে। করোনা যুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল (indian railway)। রোগীদের বিশেষ সুবিধা দিতে, গ্রিন করিডোর বানিয়ে দ্রুত অক্সিজেন এক্সপ্রেস নিয়ে যাওয়া হচ্ছে’।

Smita Hari

সম্পর্কিত খবর