এলাকার সমস্যা জানিয়ে মন্ত্রী হুমায়ুন কবীরকে ম্যাসেজ করায় গেফতার এক যুবক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের এবার বাংলায় ফিরল অম্বিকেশ মহাপাত্রের স্মৃতি। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কার্টুন শেয়ার করার জন্য গ্রেফতার হতে হয়েছিল এই অধ্যাপককে। তারপর গঙ্গা দিয়ে গড়িয়েছে বহু জল। একুশের নির্বাচনের আগে ‘দিদিকে বল’ প্রকল্পের মাধ্যমে জনসংযোগ আরও বাড়িয়ে তুলেছিল শাসক দল। মানুষজনের কাছে ফোনে তাদের অভাব-অভিযোগের কথা শুনে ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী।

সেইসব অভাব-অভিযোগ মেটাতে তৈরি করা হয়েছিল দুয়ারে সরকার প্রকল্পও। কিন্তু ভোট মিটতেই আরও একবার চোখ রাঙাল হলুদ অতীতের পাতা। মন্ত্রীর সমালোচনা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হলো ডেবরার এক যুবককে।পশ্চিম মেদিনীপুর ডেবরার যুবক সর্বরঞ্জন ভুঁইয়া কিছুদিন আগেই এলাকার মন্ত্রী ও বিধায়ক হুমায়ুন কবিরকে ফোন করেন ডেবরার খেয়া-পারাপার সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে।

কিন্তু অভিযোগ তাকে অন্য কোথাও ফোন করতে বলে ফোন কেটে দেওয়া হয়। কিন্তু সমস্যার কথা এলাকার বিধায়ককে জানাতে চেয়েছিলেন’ সর্বরঞ্জন। সেই কারণেই ফের একবার বিধায়ককে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তিনি। জানা গিয়েছে এক নেতার উদাহরণ টেনে তিনি লেখেন, “আপনিও কি ওনার মত মেরুদণ্ডহীন হয়ে গেলেন?”

আর এতেই শুরু হয় সমস্যা, তাকে বাড়ি থেকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। তার বিরুদ্ধে দেওয়া হয় ২৯০ ধারা। অভিযুক্তের পরিবারের দাবি, ঘন্টার পর ঘন্টা থাকে কোথায় রাখা হয়েছে, কি কারণে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি তাদের। যদিও পরবর্তীকালে জামিন দেওয়া হয় ওই যুবককে। ২৯০ ধারা দেওয়া হয় পাবলিক প্লেসে কোন নুইসেন্স তৈরি করলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন বিধায়ককে মেসেজ করা পাবলিক প্লেসে নুইসেন্স কিভাবে হতে পারে? এ ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হয় ২০০ টাকা। ডেবরার এই ঘটনা আপাতত কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

সম্পর্কিত খবর

X