সারা বিশ্বের সাথে এই মুহূর্তে ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই করোনা প্রতিরোধ করার জন্যই প্রথম লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগেই আরও 14 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এমন পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশ ও রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষদের। রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষদের সাহায্যের জন্য আগেই এগিয়ে এসেছেন রাজ্য ক্রিকেট সংস্থা। ব্যক্তিগতভাবে তাদের সাহায্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। এবার রাজ্যের গরিব দুঃস্থ মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন বেঙ্গল ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যূ ঈশ্বরন।
তবে রাজ্যের গরীব, দুঃস্থ খেটে খাওয়া মানুষের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য নয়, বাংলার অধিনায়ক অভিমুন্য হাঁটলেন একটু অন্য রাস্তায়। আমাদের রাজ্যের সমস্ত অসাংগঠনিক শ্রমিকরা যারা কাজ করতে গিয়ে ভিন্ন রাজ্যে আটকে পড়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন। দেরদুনে আটকে পড়া শ্রমিকদের সাহায্যের জন্য দেরদুন পুলিশের হাতে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন বাংলার অধিনায়ক অভিমন্যূ ঈশ্বরন, যাতে সেই অর্থ দিয়ে দেরদুনে আটকে পড়া বাংলার শ্রমিকরা কিছুটা হলেও সাহায্য পান।
বাংলার অধিনায়ক জানান এই মুহূর্তে যখন দেশে প্রবল আর্থিক চাহিদা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই আর্থিক সাহায্য খুবই সামান্য, কিন্তু একজন ভারতবাসী হিসাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই খুশি। সেই সাথে তিনি জানান এই মুহূর্তে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে তবেই এই কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবো।