‘শেখ শাহজাহান কী করেছে?’, সন্দেশখালি ঘটনার ২৪ দিন পর অবশেষে মুখ খুললেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এখনও বেপাত্তা! চলতি মাসের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে এই নেতার বাড়ি গিয়েই আক্রান্ত হয়েছিল ইডি। তারপর পেরিয়ে গিয়েছে ২৫ দিন। দু-দুবার তার ডেরায় তল্লাশি চালিয়েছে ইডি। তবে এখনও খোঁজ মেলেনি শাহজাহানের। হন্যে হয়ে তাকে খুঁজছে সকলে। শাহজাহানকে নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শাহজাহান যা করেছে তা অন্যায় করেছে।’ আর এবার এই ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘প্রশাসনিক বৈঠক’ শেষে সংবাদমাধ্যমের সামনে শাহজাহানকে নিয়ে মন্তব্য করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ‘শেখ শাহজাহান কী করেছে? ঘটনাটা যেদিন ঘটেছে, সেখানে শেখ শাহজাহান ছিল বলে তো আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। আমি জানি না। তবে যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত। এটা না ঘটলেই ভাল হত।’

অভিষেকের সংযোজন, ‘যে ঘটনা সেদিন তার বাড়ির বাইরে ঘটেছে, সেটা তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং কেস তো বিচারাধীন। ইডি মামলা করেছে। তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যতক্ষণ না তদন্তে কোনও ফয়সলা হচ্ছে ততক্ষণ এর পিছনে কে আছে তা আমি কী করে বলতে পারি?’

সন্দেশখালিতে যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন অভিষেক। তবে তিনি বলেন, “কলকাতা থেকে তিন ঘণ্টার রাস্তা। সেখানে এজেন্সি আটটায় পৌঁছানোর পরপরই, সংবাদমাধ্যম আটটা বেজে এক মিনিটে পৌঁছে যাচ্ছে। তাহলে রেড করার খবর সংবাদমাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। এর পেছনে উদ্দেশ্য কী?’

seikh sahajahan ed

আরও পড়ুন: ঠেলার নাম বাবাজি! ‘মেডিক্যালে ভর্তিতে জাল শংসাপত্র রয়েছে’, সুপ্রিম কোর্টে স্বীকার করল রাজ্য

অভিষেক আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন। পুলিশকে না জানালে কিন্তু সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে? তার পরও যদি কিছু ঘটে তাহলে তার দায় কি পুলিশকে দেওয়া যায়!’ নেতার অভিযোগ, “ইডি-সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে না। যারা বিজেপির বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করছে, তাদের বিরুদ্ধে ইডি-সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে। আর যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের ইডি ডাকবে না। ’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর