বাংলা হান্ট নিউজ ডেস্ক: আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক চমক দিয়ে চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি ফুটবল ক্লাব। যেন কলকাতার তিন প্রধানের ওপর থেকে পাদ-প্রদীপের আলো কেড়ে নেবে তারা। জন্মের পরেই প্রথম ডিভিশন লিগ খেলার সুযোগ, মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ। সব মিলিয়ে জাঁকজমকের অভাব ছিল না। কিন্তু তারমধ্যেও আচমকাই ক্লাবের দায়িত্ব ছাড়লেন কোচ।
ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব শুরু থেকেই কলকাতা লিগে খেলার সুযোগ পেয়ে যাওয়ায় তা নিয়ে কম বিতর্ক হয়নি। তারপর প্রাক্তন মোহনবাগান এবং আইএসএলে কেরালা ব্লাস্টার্সের কোচিং করানো কিবু ভিকুনাকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে চমক দিয়েছিলেন অভিষেক। কিন্তু তার মাঝেই দেখা গেল নতুন বিপত্তি।
কিবু ভিকুনা দায়িত্বে আসার আগে দলের দায়িত্ব ছিল ময়দানের অভিজ্ঞ ফুটবল ব্যক্তিত্ব কৃষ্ণেন্দু রায়ের হাতে যিনি সাধারণত ময়দানের বান্টু দা নামেই বেশি পরিচিত। কিন্তু আচমকাই এখন দায়িত্ব ছাড়লেন তিনি। আপাতত ডায়মন্ড হারবার এফসি-র অনুশীলন একাই দেখছেন কিবু ভিকুনা।
THE MOMENT IS HERE!
Our Coach @lakibuteka has arrived in Kolkata.
Let’s hear you roar for DHFC…Dumdaar Har Baar, Diamond Harbour! #DHFC pic.twitter.com/ujXWERuQgu
— DHFC (@dhfootballclub) June 1, 2022
তার ক্লাব ছাড়ার হিসাবে স্পষ্ট কিছু জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে প্রথমে কৃষ্ণেন্দু রায় কে কোচ রেখেই কিবু ভিকানাকে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে পরে সেই ধারণা থেকে সরে এসেছি কিবুকেই কোচের চেয়ারে বসিয়ে দেওয়া হয়। ব্যাপারটা ভালোভাবে নিতে পারেননি কৃষ্ণেন্দু। জন্যই পেলি মাঝপথে কোচিং এর দায়িত্ব ছেড়েছেন বলে মনে করা হচ্ছে।