শাহী সভার আগেই বাড়ি বাড়ি চিঠি পাঠাল অভিষেক, কী লেখা তাতে? জানলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের সবুজ সংকেতের পর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২৯ নভেম্বর হচ্ছে বিজেপির ‘শাহী’ জনসভা (Amit Shahs Meeting)। বাংলায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর অন্যদিকে রাজ্য রাজনীতিতে তুমুল তোলপাড় শুরু। শাহের সভার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চিঠি। যেই চিঠি নিয়েই এবার তুঙ্গে শোরগোল।

amit shah calcutta high court

কাদের কাছে পৌঁছে গেল?

সূত্রের খবর, কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি এই চিঠি পাঠানো হয়েছে মানুষের বাড়িতে বাড়িতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সেই চিঠি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে।

কী লেখা আছে সেই চিঠিতে?

জানা যাচ্ছে মূলত কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে এই চিঠি দেওয়ার হয়েছে। এখনও পর্যন্ত মোদী সরকার রাজ্যের কত টাকা আটকে রেখেছে। অর্থাৎ বাংলার বকেয়ার পরিমাণ কত, কবে থেকে আটকে রাখা হয়েছে। রাজ্য কী ভাবে তা পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই সমস্ত বিষয় চিঠিতে তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব

চিঠিতে কেন্দ্রীয় বঞ্চনের বিরুদ্ধে বিস্তারিত বিবরণ তুলে, তৃণমূল কংগ্রেস সেই পাওনা আদায়ের জন্য যে আন্দোলনে নেমেছে তাতে সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের উপর এই চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

abhishek banerjee

আরও পড়ুন: ‘মেয়ে পাচার’, ডাইনোসরের ডিমকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু! BJP নেতার মন্তব্যে তোলপাড়

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে হামেশাই আওয়াজ তুলে এসেছে বাংলার শাসকদল। গত অক্টোবর মাসে দলের নেতা মন্ত্রীদের নিয়ে দিল্লি গিয়ে ধর্নায় বসেছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই ধর্না রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এবার লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁঝই আরও কিছুটা বাড়াতে চাইছে তৃণমূল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর