শোকস্তব্ধ টলিউড, মাত্র ৫৮ বছর বয়সেই প্রয়াত হলেন অভিষেক চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতের ইন্দ্রপতন। চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই জীবন থেকে ‘প্যাক আপ’ করতে হল তাঁকে।

অভিনয়ই ছিল তাঁর জীবন। জীবনের শেষ দিন অবধিই তাই বোধহয় কাটল ক্যামেরার সামনেই। বুধবারও শ্যুটিং করেন তিনি। একটি রিয়্যালিটি শো তে অংশগ্রহণ করেন। গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগলেও ছুটি নিতে নারাজ ছিলেন অভিনেতা। বুধবার শ্যুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ভোর রাতে নিজের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার।

শিল্পীর এই অকাল প্রয়াণে কার্যতই শোকের ছায়া টলিউড এবং অনুরাগী মহলে। কাল অবধিও হেসে কথা বলেছেন, শ্যুটিং করেছেন। কিন্তু তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এভাবে অকালে চলে যাবেন তিনি, তা যেন বিশ্বাস করতে পারছে না কেউই।

নব্বইয়ের দশক জুড়ে একের পর এক হিট দিয়ে গেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হত তাঁর নাম। চুটিয়ে কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন তখনকার প্রথম সারির নায়িকাদের সঙ্গে। ১৯৮৬ সালে তরুন মজুমদারের পথভোলা ছবি দিয়েই রূপোলী পর্দায় পা রাখেন তিনি। এরপর কাজ করেছেন ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘আলো’ প্রভৃতি ব্লকব্লাস্টার ক্লাসিক ছবিতেও। বড় পর্দার পাশাপাশি ছোটোপর্দা এবং যাত্রাতেও সমান পারদর্শীতা দেখিয়েছেন অভিনেতা। চুটিয়ে অভিনয় করেছেন, ‘ইচ্ছেনদী’, ‘অপুর সংসার’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’ এর মতন হিট ধারাবাহিকেও।

কিন্তু এককালে সাফল্যের চূড়ায় থাকলেও টলিউডেও ‘কাস্টিং কাউচের’ শিকার হতে হয়েছিল তাঁকে। টলিউডের রাজনীতির কারণে একটা সময় একটিও লাজ ছিল না হাতে। তা নিয়েও বারবার আক্ষেপের সুর ধরা পড়ত তাঁর গলায়। বহুদিন রূপোলী পর্দা থেকে সরেও গিয়েছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে তাই ছোটো পর্দাতেই মূলত কাজ করছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর