মারাত্মক অভিযোগ! গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়! সোমবার রাতে কী ঘটেছে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। জানা যাচ্ছে, সোমবার রাতে এই অভিনেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর (Samrat Mukherjee) বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঘটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

কী ঘটেছিল সোমবার রাতে (Samrat Mukherjee)?

অভিযোগ, গতকাল রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন সম্রাট। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে পুলিশ সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, রাত ১২:৩০ নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একজন বাইক আরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। সেই বাইক আরোহীর হাঁটু এবং কোমর ভেঙে টুকরো হয়ে গিয়েছে বলে খবর।

   

জানা যাচ্ছে, গুরুতর জখম অবস্থায় ওই বাইক আরোহীকে প্রথমে এম আর বাঙুর এবং তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির গেটে ধাক্কা মারে সম্রাটের গাড়ি। সেটিও ভেঙে যায়। এই ঘটনার জেরে (Accident) অভিনেতাকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।

আরও পড়ুনঃ মদনের গলায় ‘সরকার বদলে’র কথা! আরজি কর কাণ্ডে বিস্ফোরক, কী বললেন তৃণমূল নেতা?

সোমবার সকাল থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। মদ্যপ অবস্থায় সম্রাটের বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও বেলা গড়াতেই সামনে আসে ‘অন্য কথা’। সর্বভারতীয় আর একটি সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেউ জিজ্ঞেস না করেই মন গড়া কাহিনী রটিয়ে দিচ্ছে’।

Samrat Mukherjee

সম্রাট (Samrat Mukherjee) বলেন, ‘আমার গাড়ি থানায় জমা রেখেছে। এত বড় ঘটনাও ঘটেছি। রাতে একটি বাইক আমার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম তেমনটা নয়। গাড়িতে ধাক্কা লাগার কারণে ছেলেটির চোট লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের গ্রেফতারির যে খবর রটেছে সেটা ভুল। আমার গাড়িরও ক্ষতি হয়েছে’। দুর্ঘটনাকে কেন্দ্র করে এমন অর্ধসত্য রটায় অভিনেতা বেশ বিরক্ত বলে খবর। আপাতত তিনি নিজের শ্যুটিং নিয়েই ব্যস্ত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর