ফের উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ! মিলল সুইসাইড নোট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের এক অভিনেত্রীর রহস‍্যমৃত‍্যু। তামিল অভিনেত্রী পাউলিন জেসিকার (Pauline Jessica) ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত ১৮ সেপ্টেম্বর। চেন্নাইয়ে তাঁর অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় দেহ। মিলেছে এক সুইসাইড নোটও, যা থেকে আরো ঘনীভূত হয়েছে রহস‍্য। মাত্র ২৯ বছর বয়স ছিল অভিনেত্রীর।

জানা যাচ্ছে, ভিরুগমবক্কমে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন পাউলিন। গত রবিবার সকালে সেই অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। পুলিস প্রাথমিক ভাবে এটাকে আত্মহত‍্যার ঘটনা বলে অনুমান করছে। প্রয়াত অভিনেত্রীর ডায়েরি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর। সেখানে প্রেম জীবনে ব‍্যর্থতার কথা উল্লেখ করা আছে বলে জানা গিয়েছে।

পাউলিনের ঝুলন্ত দেহ দেখে প্রতিবেশীরাই খবর দেয় পুলিসে। অভিনেত্রীর দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন‍্য। খবর পাঠানো হয়েছে আত্মীয়দেরও। অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে প্রয়াত পাউলিনের মরদেহ। পুলিস ইতিমধ‍্যেই রহস‍্য মৃত‍্যুর তদন্ত শুরু করে দিয়েছে। আদৌ এটি আত্মহত‍্যার ঘটনা নাকি পাউলিনকে কেউ বাধ‍্য করেছিল এমন চরম পদক্ষেপ নিতে তা জানার চেষ্টা করছে পুলিস।

সিসিটিভির সাহায‍্য নেওয়া হচ্ছে। সেই সঙ্গে বিগত কয়েক দিনে পাউলিনের ফ্ল‍্যাটে কারা কারা এসেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাউলিনের রহস‍্য মৃত‍্যুর ঘটনা মনে করিয়ে দিয়েছে বাংলা টেলিজগতের নামী অভিনেত্রী পল্লবী দের মৃত‍্যুকে। ব‍্যাপক জলঘোলা হয়েছিল অভিনেত্রীর মৃত‍্যু নিয়ে।

প্রসঙ্গত, তামিল ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পাউলিন। পর্দায় ‘দীপা’ নামেই পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভৈধা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও আরো বেশ কিছু সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেছিলেন পাউলিন। তাঁর মৃত‍্যু নাড়িয়ে দিয়েছে তামিল ইন্ডাস্ট্রিকে।

সম্পর্কিত খবর

X