প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলায় বিতর্ক, চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর রঞ্জন

বাংলাহান্ট ডেস্ক : ক্ষমা প্রার্থনা করলেন কংগ্রেস (Congress) নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলায় আগেই সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়েছিলেন তিনি। এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন অধীরবাবু। চিঠিতে নিজের অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন কংগ্রেস সাংসদ (Congress MP)।

কী হয়েছিল ঘটনা? এই সপ্তাহের শুরুতেই দিল্লির রাজীব চকে বিক্ষোভ দেখানোর সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার দাবি জানান কংগ্রেসের লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই তিনি একবার মুখ ফসকে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলে বসেন। তারপরই শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভাতেও গড়ায় এর জের। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ স্মৃতি ইরানি ও নির্মলা সীতারামন অধীর রঞ্জন চৌধুরী ও সনিয়া গান্ধীর ক্ষমাপ্রার্থনার দাবিতে সংসদে দাবি তোলেন। প্রবল বিতর্কের জেরে বেশ কিছুক্ষণ বাদানুবাদও চলে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মধ্যে।

সেইদিনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর চৌধুরী জানান, ভুল করেই মুখ ফসকে তিনি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে উল্লেখ করে ফেলেছিলেন। যেই-ই রাষ্ট্রপতি হন না কেন, তাঁকে অপমান করার কোনও রকম উদ্দেশ্য ছিল না তাঁর। বিজেপি তিলকে তাল বানাচ্ছে। ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে, আগেই তিনি ক্ষমা চেয়েছেন। যদি তাঁর মন্তব্যে রাষ্ট্রপতি আঘাত পেয়ে থাকেন, তবে তিনি তাঁর সঙ্গে দেখা করে, ব্যক্তিগত ভাবেও ক্ষমা চেয়ে আসবেন। আগামী সপ্তাহেই তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে।

গতকাল শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন। চিঠিতে অধীর রঞ্জন লেখেন, ‘আপনি যে পদে রয়েছেন, তা বর্ণনা করতে গিয়ে আমি একটি ভুল শব্দ প্রয়োগ করে ফেলেছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি মুখ ফসকেই ওই শব্দ বলেছিলাম। এর জন্য আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। আশা করছি আপনি আমার এই ক্ষমা প্রার্থনা স্বীকার করবেন।’

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেও, বিজেপির কাছে কোনও ভাবেই ক্ষমা চাইতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। আগেরদিনই তিনি জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেও আমি কোনও পাখণ্ডীর কাছে ক্ষমা চাইব না।’ এখন দেখার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধীরের এই ক্ষমার চিঠি গ্রহন করেন কিনা।

Sudipto

সম্পর্কিত খবর