চুটিয়ে প্রেম করছেন, মনের মানুষটার নাম কী? অবশেষে স্বীকার করেই নিলেন আদৃত

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের দর্শকদের যদি জিজ্ঞাসা করা হয়, এই মুহূর্তে টেলিপাড়ার সবথেকে জনপ্রিয় নায়ক কে? অনেকেই এক কথায় উত্তর দেবেন, আদৃত রায় (Adrit Roy)। আদৃত অর্থাৎ ‘মিঠাই’ এর সিদ্ধার্থ। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় পদার্পণ তাঁর। প্রথম সিরিয়ালেই দর্শকদের মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নিয়েছেন আদৃত।

গল্প বদলানোর সঙ্গে সঙ্গে সিড চরিত্রটিরও বদল ঘটেছে। সিরিয়ালের গল্প অনুযায়ী সিড এখন দুই ছেলে মেয়ের বাবা। কিন্তু অফস্ক্রিন বা অনস্ক্রিন, কোথাওই সিডের গুরুত্ব কমেনি। উচ্ছেবাবু এখনো একই রকম ‘চার্মিং’। মহিলা অনুরাগীদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে তাঁর। তাদের সবারই প্রশ্ন, বাস্তবে উচ্ছেবাবুর জীবনে ‘তুফানমেল’ কে?

Soumitrisha adrit

আদৃতের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল দীর্ঘদিনের। বেশ কয়েক মাস আগেই তাঁর প্রেমিকা হিসাবে উঠে এসেছিল সহ অভিনেত্রী নন্দা ওরফে কৌশাম্বী চক্রবর্তীর নাম। সিরিয়ালে দুজনে ভাই বোনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে নাকি তাঁরা সম্পর্কে রয়েছেন। গুঞ্জনের সূত্রপাত হয় আদৃতের পোস্ট করা একটি ছবি থেকে। সেখানে কৌশাম্বীকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করেছিলেন তিনি।

সরাসরি একে অপরের সঙ্গে কোনো রকম সম্পর্কের কথা স্বীকার না করলেও বিভিন্ন সময় নানান ইঙ্গিত পাওয়া গিয়েছে যা থেকে দুজনের ঘনিষ্ঠতাই প্রমাণ পাওয়া গিয়েছে। বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে আদৃত কৌশাম্বীর, যদিও সেগুলোর সত্যতার প্রমাণ মেলেনি। এক সময়ে আদৃত কৌশাম্বীর সঙ্গে সৌমিতৃষার ত্রিকোণ প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

Adrit koushambi

যদিও সময়ের সঙ্গে সঙ্গে গুঞ্জন কমেছে। এবার শেষমেষ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটা বড়সড় ইঙ্গিত দিলেন আদৃত। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজের প্রেমিক সত্ত্বা নিয়ে মুখ খোলেন তিনি। প্রেমিক হিসাবে আদৃত কেমন? প্রশ্ন শুনে অভিনেতা উত্তর দেন, সেটা তিনি যার সঙ্গে প্রেম করছেন সেই বলতে পারবে। তবে তাঁর মতে, তাঁর মতো প্রেমিক হয় না।

এরপরেই আদৃত আবার বলেন, মাঝে তাঁর মনে হয় এভাবে রিয়্যাক্ট না করলেই হয়তো ভাল হত। তবে তাঁর মতে, এসব প্রশ্ন অন্য মানুষটাকে জিজ্ঞাসা করাই ভাল। সেই বলতে পারবে সে আদৃতকে কীভাবে সহ্য করে। তাঁর কথা শুনেই নেটিজেনরা নিশ্চিত, আদৃত প্রেম করছেন। অবশেষে সেটা স্বীকারও করে নিয়েছেন তিনি। তবে প্রেমিকার নাম অবশ্য ফাঁস করেননি আদৃত।

Niranjana Nag

সম্পর্কিত খবর