পাকিস্তানের গলা টিপে ধরল আফগানিস্তান, বলল- পেশোয়ার একসময় আমাদের রাজধানী ছিল

Published On:

Bangla Hunt Desk: বর্তমান দিনে ভারত (india) চীন উত্তেজনার মধ্যে ভারতের পুরনো শত্রু পাকিস্তানও (Pakistan) কিন্তু চুপ অরে বসে নেই। চিরাচরিত স্বভাবের বশবর্তী হয়ে পাকিস্তানও সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়াতে প্রস্তুত। তবে এখনও তাঁদের কোন পদক্ষেপই সফল হতে দেয়নি ভারতীয় সেনাবাহিনী। পাক জঙ্গীদের সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে নির্ভয়ে রুখে দাঁড়িয়েছে তারা।

ভারতের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তান
সম্প্রতিকালে পরিবর্তিত কূটনৈতিক উন্নয়নের মধ্যে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। ভারতের প্রশংসায় যেমন পঞ্চমুখ হচ্ছে, উল্টদিকে তেমনই পাকিস্তানকে আক্রমণ করতেও পিছপা হচ্ছে না আফগানিস্তান। ভারত এবং পাকিস্তান দুই দেশেওই এই বিষয়ে খুব ভালোভাবে অবগত যে, রাজনৈতিক স্তরে আফগানিস্তান তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই ভারত সেভাবেই নিজেদের অবস্থান ধরে রেখেছে।

আফগানিস্তানের আইন
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ (Amrullah Saleh) বলেছেন, ‘আমাদের দেশের কোন নেতাই ডূরান্ড সীমা পার করতে পারবে না। তাও যদি কেউ সেই সীমা অতিক্রম করে, তাহলে তাঁকে মৃত্যুর পরও সমালোচিত হতে হবে। তবে এই বিষয়ে অবশ্যই আলোচনার মাধ্যমে সীমাংসা করা উচিত’।

পেশোয়ার আমাদের রাজধানী ছিল
আমারুল্লাহ সালেহ আরও বলেছেন, ‘আমরা যদি মনে করি সবকিছুই নিখরচায় হয়ে যাবে, তা কিছু কখনই সম্ভব নয়। তবে এটা বলতে পারি, একটা সময় পেশোয়ার আমাদের রাজধানী ছিল। কিন্তু পাকিস্তান বহুদিন ধরে অস্বীকারের পর অবশেষে তালিবান জঙ্গিদের আশ্রয়ের কথা স্বীকার করেছে। প্রচণ্ড তিক্ততা থাকা সত্ত্বেও, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সাথেও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হয়েছে’।

প্রস্তুত ভারতীয় সেনারা
জেনারেল বিপিন রাওয়াতও পাকিস্তানের উদেশ্যে এক সতর্ক বার্তা দিয়েছেন। তাঁর কথায়, পাকিস্তান উত্তর সীমান্ত থেকে যদি আক্রমণ করতে চায়, ভারতও সবদিক থেকে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত।

সম্পর্কিত খবর

X