বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পরেই নানান মহল থেকে ‘বদলা’র দাবি উঠেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্ট জানিয়েছিলেন, অপরাধীদের ছাড় নেই। মঙ্গলবার গভীর রাতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালাল ভারত। অধিকাংশ দেশবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই একের পর এক মিসাইল হামলায় জঙ্গি নিধন করল ভারতীয় সেনা। অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এই অভিযান চলাকালীনই পাল্টা গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনা। তাতে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয় নাগরিক।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীনই গুলিবর্ষণ পাক সেনার!
গতকাল মধ্যরাতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমাজমাধ্যমে লেখেন, ‘ভারত মাতার জয়’। ইতিমধ্যেই ভারত জানিয়েছে, পাকিস্তানের কোনও সাধারণ নাগরিক, সামরিক কেন্দ্র অথবা অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালানো হয়নি। কেবলমাত্র জঙ্গিঘাঁটি হিসেবে পরিচিত স্থানগুলিকেই নিশানা করা হয়েছে।
সাংবাদিক বৈঠক করে ভারতের হামলার কথা স্বীকার করেছে পাক সেনা। জানানো হয়েছে, সেদেশের ৬টি জায়গায় হামলা চালানো হয়েছে। মোট ২৪টি হামলায় প্রাণহানি হয়েছে ৮ জনের। আহত ৩৫ জন, খোঁজ মিলছে না দু’জনের।
আরও পড়ুনঃ পাকিস্তানের সব দাপাদাপি হবে বন্ধ! ভিন দেশ থেকে এল ‘ব্রহ্মাস্ত্র’, ভারতের কাঁধে ‘বন্ধু’র শক্ত হাত
পাল্টা নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ অঞ্চলে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানো হয়। তাতে একজন মহিলা ও তাঁর মেয়ে আহত হয়েছেন বলে খবর। পাক সেনার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয় নাগরিকও।
গতকাল রাতে ও এদিন ভোররাতে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে দেদার গুলি চালায় পাকিস্তানি সেনা। তাতে মৃত্যু হয়েছে ৩ জন ভারতীয়ের। অপারেশন সিঁদুর চলাকালীনই পাক সেনা ওই গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এর যোগ্য জবাব দেওয়া হয়েছে।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানে গর্বিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লেখেন, ‘ভারতীয় সেনা নিরীহ ভাইদের মৃত্যুর বদলা নিল। আমাদের সশস্ত্র বাহিনীর ওপর গর্বিত। ভারতের ওপর যে কোনও হামলার যোগ্য জবাব দেবে মোদী সরকার’।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে একদল দুষ্কৃতী। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। এবার সন্ত্রাসবাদ সমূলে বিনাশ করতে উদ্যোগী হল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। রাতভর জেগে এই অভিযানের দিকে নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাকে সাধুবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।