বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরণের পর বালুচিস্তানেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। বালুচিস্তানের কোয়েটায় এই বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। যদিও আহতের সংখ্যা বাড়তে পারে।
কোয়েটার পুলিশ লাইন এলাকায় এই বিস্ফোরণ ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’-এর মতে, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী এডি কর্মী জিশান আহমেদ জানিয়েছেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ ও জরুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো বিবৃতি দেয়নি। বর্তমানে বিস্ফোরণের ধরনও স্পষ্ট নয়।
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রবিবার বিস্ফোরণের জন্য দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের মাধ্যমে নিরাপত্তাকর্মীদের নিশানা করা হয়েছিল। কোয়েটার মুসা চকে বিস্ফোরণের পর বন্ধ হয়ে গেছে PSL ম্যাচ। আজ কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও পেশোয়ার জালমির মধ্যে ম্যাচ ছিল। তবে মাঝপথে তা বন্ধ হয়ে যায়।
Blast in Quetta Pakistan#Balochistan #Blast #quetta pic.twitter.com/BH2oUGECoy
— Gurpreet Kaur (@GurpreetArora_) February 5, 2023
উল্লেখ্য, এর আগে পেশোয়ারের পুলিশ লাইনে অবস্থিত মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়াও ২২০ জন গুরুতর আহত হয়েছেন, যারা লেডি রিডিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এটি একটি আত্মঘাতী হামলা ছিল। মসজিদ চত্বরে আত্মঘাতী হামলাকারীর মাথাও পড়ে থাকতে দেখা যায়। পেশোয়ারের পুলিশ প্রধান মুহম্মদ এজাজ খান বলেছেন যে বিস্ফোরণে নিহতদের ৯০ শতাংশেরও বেশি পুলিশ সদস্য, যাদের মধ্যে ৩০০ থেকে ৪০০ জন মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন।