আবারও রক্তাত্ত্ব ফ্রান্স, হামলাকারীর এলোপাথাড়ি গুলিতে নিহত তিন পুলিশকর্মী! আহত এক

বাংলা হান্ট ডেস্কঃ আবারও রক্তাত্ত্ব হল ফ্রান্স (France)। বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা হলেন তিনজন পুলিশ কর্মী। তিনজন পুলিশ কর্মীই মারা গিয়েছেন। এছাড়াও একজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী হামলাকারী এখনো অধরা। তাকে ধরার জন্য চারিদিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কানা গিয়েছে যে, মধ্য ফ্রান্সের পিয়-দে-ডোম এলাকায় সাংসারিক হিংসার অভিযোগ পুলিশ এক বাড়িতে পৌঁছান। ই বাড়িতে পৌঁছান মাত্র হামলাকারী পুলিশের উপর গুলি চালানো শুরু করে। হামলাকারীর গুলিতে তিনজন পুলিশ কর্মী প্রাণ হারান আর একজন গুরুতর আহত হন। এরপর হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। হামলাকারীকে ধরার জন্য চিরুনিতল্লাশি চালাচ্ছে পুলিশ।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামলাকারীর স্ত্রী পুলিশের কাছে সাংসারিক হিংসার অভিযোগ জানান। এরপর তিনি বাড়ির ছাদে দাঁড়িয়েই চিৎকার করতে থাকেন। হামলাকারীর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে যে তার স্বামী তাকে নির্যাতন করত। সন্তানদের নিয়েও স্বামীর সাথে চলত বচসা। এই ঘটনার অভিযোগ পুলিশের কাছে জানানোর পর বাড়িতে পুলিশ হাজির হয়, আর তখনই নির্যাতিতার স্বামী পুলিশকে দেখে এলোপাথাড়ি গুলি চালায় যাতে তিন পুলিশকর্মী নিহত হন আর একজন গুরুতর আহত হন।

Koushik Dutta

সম্পর্কিত খবর