বেতন সুরক্ষা নিয়ে আবারও জারি হল শিক্ষক বিদ্রোহ

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকরা বেতন সুরক্ষার দাবিতে সরব হয়েছিলেন, বার বার বেতন সুরক্ষা নিয়ে আন্দোলনেও সামিল হয়েছিলেন কিন্তু তাতেও মেলেনি সুফল। তাই এবার আবারও অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন সুরক্ষার দাবিতে সরব হলেন শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। বৃহস্পতিবার শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টরকে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবিপত্র পেশ করা হয়েছে।class room bed deled college uttardinajpur

শিক্ষকদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের তরফ থেকে শিক্ষকদের নিয়োগ ও বদলি সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এসএলএসটি র মাধ্যমে নিয়োগ এবং বদলির ক্ষেত্রে যে শিক্ষকরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন সে কথাও তুলে ধরা হয়েছে, একই সঙ্গে স্নাতক উত্তর ও স্নাতক স্তরের শিক্ষকরা আগের পদে আবেদন করতে না পারার ফলে যে সমস্যার মুখে পড়ছেন সে কথাও তুলে ধরা হয়েছে। এই দুই সমস্যা ছাড়াও বেতন সুরক্ষার দাবিও জানানো হয়েছে।

শুধুমাত্র সাম্মানিক স্নাতক শিক্ষকরাই এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়েছে পাশাপাশি স্নাতক শিক্ষকদের বেতন সুরক্ষার দাবি তুলে বদলি সহ অন্যান্য সুযোগ সুবিধা শীঘ্রই চালু করার আবেদন করা হয়েছে। যদিও চলতি মাসেই নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে শিক্ষক বদলির ক্ষেত্রে তাদের বেতনের ওপর কোনও প্রভাব পড়বে না, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করলে শেষ মাসের বেতনের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।

এমনকি চলতি বছরের আগস্ট মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পেয়ে প্রটেকশনের আওতায় আনা হয়েছিল, তবে সেই সুবিধা গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষকরা না পাওয়ায় সমস্যা তুঙ্গে।


সম্পর্কিত খবর