বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। এ ঘটনার পরেই নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা কাশ্মীর উপত্যকাকে। এত কিছুর পরেও ঠেকানো গেল না জঙ্গিদের। ফের একবার জঙ্গি হামলায় উদ্বিগ্ন কাশ্মীর। ঘটনাচক্রে এক ব্যক্তিকে অপহরণ করে, হত্যা করে জঙ্গিরা। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কোন জঙ্গি হামলা ঘটল জম্মু কাশ্মীর উপত্যকায়। ত্রালের মানসার ভাইক এলাকায় ঘটেছে ঘটনাটি।
গত ১৯ অগাস্ট রাতে জঙ্গিরা মানস ভাইক ও লাচিটপ ভাইক থেকে দুজনকে তুলে নিয়ে যায়। সূত্রের খবর ওই দুই ব্যক্তি জাতে গুর্জর সম্প্রদায়ের মানুষ। একজনের নাম আবদুল কাদির কোহলি এবং অন্যজন মঞ্জুর আহমেদ। সোমবার ত্রালের মানসার ভাইক এলাকার এক জঙ্গলে কাদিরের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।
বিগত ৫ আগস্ট থেকে এই প্রথম কোন জঙ্গি হামলা ঘটলো কাশ্মীরে। তবে ২০ অগাস্ট এক লস্কর জঙ্গি বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে সেনা-গুলিতে নিহত হয়।