বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে আমাদের দেশে মুকেশ আম্বানি থেকে আদানি কিংবা রতন টাটা থেকে অন্যান্য বহু শিল্পপতির জনপ্রিয়তা তুঙ্গে। তবে এ সকল শিল্পপতিদের মধ্যেও রতন টাটার নাম সমস্ত দেশবাসীর মনের মাঝে উজ্জ্বল হয়ে থাকে। কারণ, রতন টাটা শুধু শিল্পপতি নন, এক উদার মনের মানুষও বটে। সম্প্রতি, তাঁর উদারতার আরো এক নিদর্শন পাওয়া গেল।
এয়ার ইন্ডিয়া বিমান সূত্রে খবর, প্রায় 69 বছর পর কেন্দ্রর থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা রতন টাটার হাতে আসে এবং নিজের হাতে মালিকানা আসতেই একের পর এক বাম্পার অফার ঘোষণা করেন এই স্বনামধন্য শিল্পপতি। তারই মধ্যে সম্প্রতি পাওয়া একটি খবরে তাক লেগেছে সমগ্র দেশবাসীর। রতন টাটার নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে যাত্রী সুরক্ষা এবং তাদের সুবিধার দিকটি প্রধানত ভাবা হয়। বর্তমানেও তার অন্যথা হলো না।
সূত্রের খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়া বিমানের ভাড়া প্রায় 50% পর্যন্ত কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সংস্থা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সমস্ত প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাবেন। সমস্ত ঘরোয়া বিমানে অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানে খুশি তাঁরা যাতায়াত করতে পারবেন শুধুমাত্র অর্ধেক খরচে। তবে এই সুবিধা পাবেন 60 এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা। প্রমাণ হিসেবে তাদের ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এবং এয়ার ইন্ডিয়া দ্বারা স্বীকৃত সিনিয়র সিটিজেন আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে ইকোনমি কেবিনে বেসিক ভাড়ার প্রতি। পাশাপাশি এমন ছাড় পেতে হলে যাত্রীকে তার টিকিট অন্ততপক্ষে যাওয়ার তিন দিন আগে বুক করতে হবে।