চলছে সাবওয়ে নির্মাণ! মেট্রো রেলের তরফে এল বড়সড় আপডেট, এয়ারপোর্ট এখন হাতের মুঠোয়

বাংলাহান্ট ডেস্ক : মেট্রো থেকে নেমে সাবওয়ে দিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে। কলকাতা মেট্রো জোরকদমে চালাচ্ছে এই সাবওয়ে নির্মাণের কাজ। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য দ্রুত এই কাজ সম্পন্ন করা। কলকাতা মেট্রো (Kolkata Metro) সেই লক্ষ্যে আরও একধাপ অগ্রসর হল।

সম্পূর্ণ হয়েছে সাবওয়ের একেবারে উপরের চূড়ান্ত স্ল্যাবের ঢালাইয়ের কাজ। জয় হিন্দ মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টপেজ নোয়াপাড়া-বারাসত মেট্রো (ভায়া বিমানবন্দর) করিডরের। বিমানবন্দর মেট্রো স্টেশন তৈরি হচ্ছে ভূগর্ভে। একটি সাবওয়ের মাধ্যমে যুক্ত থাকবে মেট্রো ও কলকাতা বিমানবন্দর।

আরোও পড়ুন : বিচারপতি গাঙ্গুলির রায়ে স্থগিতাদেশ, বেজায় খুশি রাজ্য! কী এমন রায় দিল হাইকোর্ট?

সেই সাবওয়ে নির্মাণের কাজই চলছে পুরোদমে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সাবওয়ের একেবারে উপরের চূড়ান্ত স্ল্যাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গত শনিবার। এই ঢালাইয়ের কাজ চলেছে কুড়ি ঘন্টা ধরে। ৪২৫ কিউবিক মিটার কনক্রিট ব্যবহার করে ৪০০ স্কোয়ার মিটারের অংশ ঢালাই করা হয়েছে।

আরোও পড়ুন : গৃহবধূর পর এবার ছাত্রী! রাজমিস্ত্রীর হাত ধরে পালালেন তিন পড়ুয়া, তারপর যা হল …

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। একই সাথে কৌশিক মিত্র সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেট, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগম লিমিটেড, পূর্ত দফতর-সহ বিভিন্ন পক্ষকে।

metro6 1695123747287 1695123846323

এই ঢালাইয়ের কাজে যুক্ত ছিলেন ৩৬ জন শ্রমিক-অপারেটর এবং ১২ জন ইঞ্জিনিয়ার। ‌মেট্রো আগেই বলেছিল একবারেই পরিষেবা চালু করা হবে না নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত। কলকাতা মেট্রো জানিয়েছে প্রথম পর্যায়ে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর