ভারতীয় বায়ুসেনার বিমানচালকের সাজে অজয়, প্রকাশ্যে প্রথম লুক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন বাদে সম্পূর্ণ নিজের ফর্মে ফিরেছেন অজয় দেবগণ। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিওয়ার’। ছবির পোস্টার ও ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে সিনেপ্রেমীদের মধ্যে। এর মধ্যেই আবার প্রকাশ্যে এল অজয় দেবগণ অভিনীত আরও একটি নতুন ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র প্রথম পোস্টার।

ছবির মূল চরিত্র অজয় নিজেই রয়েছেন এই পোস্টারে। আর প্রথম পোস্টারেই চমক দিয়েছেন অভিনেতা। ভারতীয় বায়ুসেনার পোশাকে এককথায় অসাধারন লাগছে তাঁকে। তানহাজি ও ভূজ, দুটো ছবির জন্য সম্পূর্ণ দুটো আলাদা লুকে ধরা দিয়েছেন অজয়। নেটিজেনরা ইতিমধ্যেই প্রসংশা শুরু করে দিয়েছেন অভিনেতার।

প্রসঙ্গত, ভূজ ছবিটির ঘোষনাও গত বছরেই হয়ে গিয়েছিল। তখনই জানা গিয়েছিল ভারতীয় বায়ুসেনার পাইলট, স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিকের ভূমিকায় অভিনয় করছেন অজয়। বাস্তব ঘটনাবলীর ওপর ভিত্তি করেই তৈরি পরিচালক অভিষেক দুধাইয়ার এই ছবি। তিনিই নিজের টুইটার হ্যান্ডেলে অজয়ের প্রথম লুক প্রকাশ্যে আনেন।

১৯৭০ সালের ইন্দো-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সেইসময় গুজরাটের মাধাপুর গ্রামের ৩০০ জন মহিলা একত্রে সাহায্য করেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভূজ বিমানটিকে সারাতে। এই ঘটনা ওই যুদ্ধে ভারতের জয়ের নেপথ্যে একটা বড় ভূমিকা পালন করে। অজয় দেবগণ ছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, ইহানা ঢিলন সহ আরও বহু পরিচিত মুখ। শুধু তাই নয়, দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুভাস এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক করতে চলেছেন। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’।

X