মদের দোকানে লাইন লাগিয়ে মোদী সরকার ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি করবে: অখিলেশ যাদব

বাংলাহান্ট ডেস্ক : লকডাউনে  মদের দোকান খোলার অনুমতি দেওয়ার সাথে সাথেই অখিলেশ যাদব (akhilesh yadav) ক্ষোভ প্রকাশ করেন। উত্তরপ্রদেশে(uttarpradesh) বেশ কিছু জায়গায় মদের দোকান খোলার অনুমতি দেওয়ার সাথে সাথেই ব্যাপক ভিড় বাড়তে শুরু করে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ছত্রিশ হাজার। আর তাই দেশের হাল ফেরাতে কেন্দ্রীয় সরকার এখনও মরিয়া হয়েছে উঠছে। তাই দেশের সব জায়গায় ছাড় না দিলেও কিছু কিছু জায়গায় মদের দোকান খোলা হয় উত্তরপ্রদেশে। যদিও সব জায়গায় করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করেন। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হয়।

নিয়ম মেনে সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাত টা পর্যন্ত অনেক গুলি মদের দোকান খোলা রাখা হয় ।আর তাতে যা ছবি উঠে এসেছে এতে অবাক অনেকেই
এত দিন পরে, দোকানের বাইরে এক কিলোমিটার লম্বা লাইন পরে ।

5e31682d5bc79c7d6f244b62

অনেক লোক একসাথে প্রচুর বোতল মদ কিনে নিয়ে যায় এবং কিছু লোককে দেখা গেছে তারা বাক্স বাক্স মদ কিনেছিল।দোকান খোলার পরে পরিস্থিতি এমন হয়ে যে অনেক লোক সকালে ৬টা থেকে লাইন লাগায়। আগের থেকে মদের বিক্রিও অনেক বেড়ে গেছে। আর এই নিয়ে যোগী সরকারকে লক্ষ্য করে

সমাজবাদী পার্টির সভাপতি ও প্রাক্তন ইউপি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ক্ষোভ উগরে দেন। দোকানের বাইরে সারিবদ্ধের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন আর লিখেছেন, ” দয়া করে আমাদের বলুন যে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির পৌঁছানোর জন্য, এই লাইনে নিযুক্ত হওয়া কি দরকার?” বর্তমানে লাল জোনে আছে ১৯ টি জেলা, কমলা জোনে আছে ৩৬ টা এবং গ্রিন জোনে ২০ টি জেলা আছে।তবুও কেন যোগী সরকার মদের দোকান খোলার অনুমতি দিলো, অখিলেশ জানান লকডাউনের মধ্যে মদের দোকান খোলার অনুমতি দেওয়ার সরকারের পরিকল্পনা, আসলে তাদের লক্ষ্য হ’ল পাঁচ-ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার।

সম্পর্কিত খবর