তাবলীগ জামাতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার হিন্দু মহাসভার কর্মী

তবলিঘ-ই-জামাতের সভা শেষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন দেশ-বিদেশের যোগদানকারীরা। তেলেঙ্গানা,তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর, উত্তরপ্রদেশ, রাজস্থান, কাশ্মীর, পশ্চিমবঙ্গে ফিরে যান অনেক যোগদানকারী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২৪ জনের দেহে করোনাভাইরাসের হদিশ মিলেছে।

নিজামউদ্দিনে অংশ নেওয়া তেলেঙ্গানার ৬ জন ও শ্রীনগরের এক ধর্মগুরুর মৃত্যু হয়েছে।আর এই নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ (ইউপি পুলিশ) এখন যারা বিতর্কিত এবং দাঙ্গা মূলক বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।  আলীগড় পুলিশ হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক ডাঃ পূজা শাকুন পান্ডয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করেছে। পূজা শাকুন পান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে তাবলিগ জমা দেওয়ার জন্য আবেদন করেছিলেন। আর তিনি বলেন এই তাবলীগ এ গুলি চালাতে। আর এই মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

corona 222222 1

নিজামুদ্দিনে মরকজে ১৩-১৫ মার্চ সমাবেশে ছিল তবলিঘি জামাতের। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও -এর অতিথিরা। সমাবেশের পর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন করোনা আক্রান্তরা। শুধু তাই নয়, নিজামউদ্দিন মরকজে একসঙ্গে থাকছিলেন ২,৩৬১ জন।তার মধ্যে মানুষ নির্দেশ অমান্য করে যাচ্ছে। সেই নির্দেশ অমান্য করায় বাড়ছে আক্রান্ত সংখ্যা।

এর আগেও পুলিশ তার বিরুদ্ধে খারাপ বক্তব্য দেওয়ার এবং পরিবেশে শত্রুতা করার অভিযোগে মামলা করেছে। আর এবার ফের তিনি এই বক্তব্য রেখে জড়ালেন।আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় চার হাজারের এর বেশী।


সম্পর্কিত খবর