বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান প্রদেশের ভাইরাস করোনা ভাইরাসের (COVID-19) প্রভাব বর্তমানে চীনের থেকে বেশি পড়ছে ইতালিতে। চীনের থেকেও মৃত্যু সংখ্যা বেড়েছে ইতালিতে। ভারতে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। সরকার বিভিন্ন ভাবে উঠে পড়ে লেগেছে করোনা পরিস্থিতি রুখতে। এই সময় বেলেঘাটা আইডি থেকে করোনা রোগীদের সরিয়ে আনার কথা বলা হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kolkata Medical College)।
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউনের সিদ্ধনাত নেয় সরকার। পশ্চিমবঙ্গে সোমবার বিকেল ৫ টা থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর মধ্যেই মৃত্যু হল একজনের। দমদমের এক ৫৪ বছর বয়সী বাসিন্দার মৃত্যু হল করোনা ভাইরাসের প্রভাবে। আতঙ্কে রয়েছে গোটা রাজ্যবাসী।
এই পরিস্থিতিতে দ্রুতই খালি করার নির্দেশ দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে। স্বাস্থ্যভবনের তরফ থেকে এক জরুরী বৈঠকে নেওয়া হল এই সিদ্ধান্ত। কলকাতা মেডিকেল কলেজকে যথেষ্ট ভালোমানের পরিষেবা থাকার দরুণ সমস্ত করোনা আক্রান্তদের সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। মেডিকেল কলেজ থেকে অন্য রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে সাধারণ রোগীদের জন বন্ধ করে দেওয়া হল নতুন অ্যাডমিশন। বেলেঘাটা আইডি থেকে দ্রুতই এই সপ্তাহের মধ্যেই স্থানান্তরিত করা হবে মেডিক্যাল কলেজ হাসপাতালে।
করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। আবার অপরদিকে করোনা (COVID-19) পরিস্থিতি ঠেকতে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল এক ঐতিহাসিক রায়। সংক্রমণ মুক্ত করতে হবে দেশের সব কারাগার। বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি দিতে হবে। জামিন অথবা প্যারোলে মুক্তি দিতে হবে এই বন্দিদের। করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন কিছুটা হলেও স্বস্তির রায় দিল সুপ্রিম কোর্ট।