বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই সরস্বতী পুজো। কিন্তু এবারের সরস্বতী পুজোর আগে থেকেই ফিকে হতে শুরু করেছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে প্রায় আড়াই দশক পর উষ্ণতম জানুয়ারি মাস দেখলো বঙ্গবাসী। তবে ফেব্রুয়ারিতেই পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত। তাই সরস্বতী পুজোতেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে দিন-রাতের তাপমাত্রার পারদ।
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া (South Bengal Weather)?
সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকবে আকাশ। তারপর দিনভর থাকবে মেঘলা আকাশ আর বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গরম জামাকাপড় গায়ে রাখা যাচ্ছে না আর। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাঁধা পাছে উত্তুরে হাওয়া। যার ফলে আগামী কয়েক দিন আবার ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ।
পশ্চিমী ঝঞ্জা এবং জলীয় বাষ্পের দাপটে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা (South Bengal Weather) জুড়ে থাকবে কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রার পারদ রয়েছে স্বাভাবিকের ওপরে। একসাথে বেড়েছে দিন রাতের তাপমাত্রা। তবে ফ্রেবরুয়ারির মাঝমাঝি সময়ে তাপমাত্রা খানিক কমলেও তা হবে ক্ষণস্থায়ী।
আরও পড়ুন: আমূল বদল! সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জুড়ে বিরাজ করবে শুকনো আবহাওয়া।
অন্যদিকে শীতের বিদায়বেলাতেও ভালোই ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে। একধাক্কায় অনেকটাই কমেছে শীতের স্পেল। কনকনে ঠান্ডার মধ্যেই বিরাট দাপট রয়েছে কুয়াশার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। ঘন কুয়াশার চাদর মুড়ি দিতে চলেছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা।