বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এরপর থেকেই বাংলাকে বঞ্চনার দাবিতে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাজেট পেশ সম্পন্ন হতেই কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। বাজেটে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, জানালেন তিনি।
বাজেট-বিতর্কের (Union Budget 2025) মাঝেই মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী
এবারের বাজেটে আলাদা করে রেলের কথা উল্লেখ করা হয়নি। এই নিয়ে বেশ চর্চা হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং কেন্দ্রীয় রেলমন্ত্রী। এবার পশ্চিমবঙ্গে রেলের বরাদ্দ কত? জানালেন তিনি। অশ্বিনী বৈষ্ণবের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে রেলের জন্য বাজেটে যা বরাদ্দ হতো, এবার বরাদ্দের নিরিখে সেই অঙ্ক ছাপিয়ে গিয়েছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রীর দাবি, এবার বাংলার জন্য ৩ গুণ বেশি টাকা বরাদ্দ করা হয়েছে (Union Budget 2025)। এই বিষয়ক খতিয়ানও তুলে ধরেছেন তিনি। অশ্বিনীর দাবি, বাংলার জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যে ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি বিশেষ আবেদনও করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
আরও পড়ুনঃ এককথায় বেচেছিলেন কিডনি! প্রেমিকের হাত ধরে পালাল সেই স্ত্রী! কলকাতা হাইকোর্টের নির্দেশ…
এই মুহূর্তে রাজ্যে বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ চলছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই জমি জটের সমস্যা রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ দাবি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি জানান, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় জমি অধিগ্রহণের জন্য রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। এদিকে রেলের কাজের ক্ষেত্রে জমি অধিগ্রহণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
বাজেটে (Union Budget 2025) রেল খাতে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই বিষয়ে জানানো ও জমি জটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন জানানোর পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ জুড়ে অমৃত স্টেশন প্রকল্পে রেল স্টেশন উন্নয়নের কাজ চলছে। সেই সঙ্গেই কত নতুন ট্র্যাক তৈরি হয়েছে সেই বিষয়ক তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।