বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একের পর এক বৈঠক সারার পাশাপাশি কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর রয়েছে শাহের। একইসঙ্গে সম্প্রতি কাশ্মীরের বুকে তাঁর একটি জনসভা রেকর্ড তৈরি করেছে, যেখানে একের পর এক প্রতিশ্রুতি দিতেও দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এদিন একটি বৈঠক ডাকেন অমিত শাহ, যেখানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং অন্যান্য একাধিক শীর্ষ আধিকারিকরা। এছাড়াও এই বৈঠকে ডাক পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার এবং সিআরপিএফ ও বিএসএফ আধিকারিকরা। ফলে সব মিলিয়ে ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করতেই এদিনকার বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।
সাম্প্রতিক সময়ে এলাকার বুকে যেভাবে টার্গেট কিলিং এবং সন্ত্রাসের ঘটনা সামনে এসে চলেছে, তাতে এহেন বৈঠক বিশেষ প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গতকাল রাজৌরীতে জনসভা করেন অমিত শাহ। যা ইতিমধ্যে রেকর্ড তৈরি করেছে। ১৯৯১-এর পর এই প্রথম কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পীর পাঞ্জাল রেঞ্জে সমাবেশ করলেন। স্বাভাবিকভাবেই অমিত শাহের জনসভা ঘিরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সেখানে তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, “জম্মু ও কাশ্মীরে ক্ষমতা তিন পরিবার থেকে ত্রিশ হাজার মানুষের হাতে প্রদান করা সম্ভব হয়েছে। মোদী সরকারের আমলে অনগ্রসর শ্রেণীর মানুষদের সংরক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। যারা নিজেদের অধিকারের জন্য প্রত্যাশা করেছিল, তাদের সকলকে সংরক্ষণ দেওয়া এবং অধিকার পৌঁছে দেওয়া সম্ভবপর করেছে মোদী সরকার।”
একইসঙ্গে এদিন বাড়ামুলায় আরও একটি জনসভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে যেভাবে বারংবার কাশ্মীরি পণ্ডিত এবং অন্যান্য একাধিক শ্রেণীর মানুষের উপর টার্গেট কিলিং বেড়ে চলেছে এবং মানুষের মনে সরকারের প্রতি ক্ষোভ জন্ম নিয়েছে, তা মোকাবিলা করাই শাহের প্রধান লক্ষ্য হতে চলেছে। সেই সূত্র ধরেই জম্মু-কাশ্মীর সফরে শাহ সাফ জানান, “কাশ্মীরে আতঙ্কবাদী রাবণের মৃত্যু হবে।”